আয়ারল্যান্ড বনাম ভারত: প্রথম টি-২০, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

আয়ারল্যান্ড কখনও ভারতকে টি-২০তে হারাতে পারেনি

India vs south africa
Team India. (Photo Source: BCCI)

২৬শে জুন মালাহাইডের দ্য ভিলেজ মাঠে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে নামবে আয়ারল্যান্ড। ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া যিনি আইপিএলে নতুন প্রবেশকারী গুজরাত টাইটান্সকে তাদের প্রথম আবির্ভাবেই শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন। এদিকে, চার বছরের মধ্যে এটিই হবে মেন ইন ব্লুর প্রথম আয়ারল্যান্ড সফর।

এটি আয়ারল্যান্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ সিরিজের পাশাপাশি তাদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হবে কারণ তারা গত কয়েক মাসে টি-টোয়েন্টি ক্রিকেটে শুধুমাত্র অ্যাসোসিয়েট দেশগুলির বিরুদ্ধেই খেলেছে, কিন্তু একটি শক্তিশালী ভারতীয় দলের মুখোমুখি হওয়া সম্পূর্ণ ভিন্ন একটি চ্যালেঞ্জ হবে। আয়ারল্যান্ড আশা করবে তথাকথিত অনভিজ্ঞ ভারতীয় দলকে তারা কঠিন লড়াই যেন দিতে পারে।

অন্যদিকে, ভারত, এই মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজে ০-২ পিছিয়ে থাকার পরে সিরিজটি ২-২ ফলে শেষ করতে পেরেছে। প্রধান কোচ রাহুল দ্রাবিড় ভারতের টেস্ট দল নিয়ে ইংল্যান্ডে ব্যস্ত থাকায় এই সিরিজে কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ।

পিচ রিপোর্ট

ম্যালাহাইডের উইকেটটি ম্যাচের শুরুতে বোলারদের সহায়তা করবে বলে আশা করা হচ্ছে এবং ব্যাটারদের তখন খুব সতর্ক থাকতে হবে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং কিছুটা সহজ হতে পারে এবং তাই টস জেতা অধিনায়ক প্রথমে বল করতে চাইতে পারেন।

কোন দলের কেমন কম্বিনেশন

আয়ারল্যান্ড

দুই ম্যাচের সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াডের নাম ঘোষণা করার সময়, স্বাগতিকরা টপ অর্ডার ব্যাটার স্টিফেন ডোহেনি এবং পেসার কনর ওলফার্টকে প্রথমবারের জন্য জাতীয় দলে ডেকেছে। এ ছাড়া স্টার্লিং, ব্যালবার্নির মতো অভিজ্ঞরা ব্যাটিং বিভাগের দায়িত্ব সামলাবেন।

সম্ভাব্য একাদশ: অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্পফার, লরক্যান টাকার (উইকেটকিপার), জর্জ ডকরেল, মার্ক অ্যাডেইর, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, কোনর ওলফার্ট, জশ লিটল।

ভারত

ভারত আবারও তাদের সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই নামবে। এর পাশাপাশি এই সিরিজে ঋষভ পান্তও না থাকায় অভিজ্ঞ দীনেশ কার্তিককে উইকেটকিপারের গ্লাভস হাতে দেখা যেতে পারে। এদিকে, প্রতিশ্রুতিমান পেসার অর্শদীপ সিং ও উমরান মালিক জাতীয় দলের হয়ে আত্মপ্রকাশ করার সুযোগ পান কি না সেই দিকে নজর থাকবে।

সম্ভাব্য একাদশ: ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, রবি বিষ্ণোই, উমরান মালিক, অর্শদীপ সিং।

আয়ারল্যান্ড বনাম ভারত হেড-টু-হেড

ম্যাচ – ৩ | আয়ারল্যান্ড – ০ | ভারত – ৩ 

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় রাত ৯টা

টিভি – সনি স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – সনি লিভ অ্যাপ