ঘরের মাঠে সূর্যকুমার যাদব ও ভুবনেশ্বরের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে রয়েছেন গ্যারেথ ডেলানি

Suryakumar Yadav. (Photo Source: Twitter)

রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামবে ভারত। পরিসংখ্যানের দিক থেকে এখনও পর্যন্ত আয়ারল্যা্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে এগিয়ে রয়েছে ভারত। যদি ঘরের মাঠে এবার ভারতকে আটকাতে মরিয়া আয়ারল্যান্ড। একইসঙ্গে ভারতীয় দলের ভুবনেশ্বর কুমার এবং সুর্য়কুমার যাদবের মুখোমুখি হওয়ার জন্যই মুখিয়ে রয়েছেন আইরিশ অলরাউন্ডার গ্যারেথ ডেলানি। কখনও সেভাবে সামনাসামনি না হলেও, ভারতীয় দলের এই দুই তারকার মুখোমুখি হওয়াই তাঁর প্রধান লক্ষ্য।

Advertisement
Advertisement

চোটের জন্য আইপিএলের সময়ই চিটকে গিয়েছিলেন সূর্যকুমার যাদব। চোট সারিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধেই ভারতীয় দলে ফিরেছেন এই তারকা ক্রিকেটার। আপিএলের মঞ্চে এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে সফল ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব। আইপিএলে এবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ অর্ধশতরানও পেয়েছেন তিনি। তাঁর পারফরম্যান্স নিয়ে সকলকেই প্রশংসা করতেও শোনা গিয়েছে। আয়ারল্যান্ডের এই অল রাউন্ডার সূর্যকুমার যাদবের বিরুদ্ধে বোলিং করার জন্য মুখিয়ে রয়েছেন।

সূর্যকুমার যাদবের ব্যাটিং স্টাইল দেখে তিনি আপ্লুত। তাঁপ মতে সূর্যকুমার যাদবের ৩৬০ ডিগ্রী ব্যাটিংয়ের দক্ষতা দেখেই মুগ্ধ হয়েছেন এই আইরিশ অল রাউন্ডার। ঘরের মাঠে সূর্যকুমার যাদবের বিরুদ্ধে বোলিং করার জন্য সেজন্যই মুখিয়ে রয়েছেন তিনি। একইসঙ্গে ভুবনেশ্বর কুমারের সামনে নামার জন্যও তাঁর আপেক্ষার বাধ মানছেন না। তাঁর মতে নতুন বলে বোলিং করার দক্ষতা ভুবনেশ্বর কুমারের অনেকের থেকেই বেশী রয়েছে। আর সেজন্যই ভারতীয় দলের বাকি সকলের থেকে এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে খেলার জন্যই মুখিয়ে রয়েছেন তিনি।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৬ ও ২৮ জুন টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত

গ্যারেথ ডেলানি জানিয়েছেন, “সূর্যকুমার যাদবকে বোলিং করার অভিজ্ঞতাটাই অন্যরকম হবে। তিন একজন অত্যন্ত প্রতিভাশী ব্যাটার এবং তাঁর ৩৬৯ ডিগ্রী শট খেলার দক্ষতা আমায় মুগ্ধ করে। সেইসঙ্গে ভুবনেশ্বর কুমারও টি টোয়েন্টিতে অন্যতম সেরা একজন বোলার। বিশেষ করে নতুন বলে তাঁর দক্ষতা অনেক। টি টোয়েন্টি ফর্ম্যাটে তাঁর ইকনমি রেটও অনেকটাই কম। এই সিরিজে এমন ক্রিকেটারের বিপক্ষে খেলাটা সত্যিই বড়সড় একটা চ্যালেঞ্জ হতে চলেছে”।

এই মরসুমে আয়ারল্যান্ডের সামনে ঠাসা ক্রীড়াসূচী। কয়েকিন পরই  নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিন এবং টি টোয়েন্টি সিরিজে নামতে চলেছে আইরিশ বাহিনী। এরপরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে আয়ারল্যা্ন্ড। এরপরই ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মামবে আয়ারল্যান্ড। যদিও গ্যারেথ ডেলানির নজর কিন্তু এখন ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজেই রয়েছে।