আয়ারল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টি-২০: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন এবং সম্প্রচার বিবরণী

Ireland vs India
Ireland vs India. (Photo Source: Twitter)

২০শে আগস্ট, রবিবার, ডাবলিনের দ্য ভিলেজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে ভারত। প্ৰথম ম্যাচটিও এই কেন্দ্রে খেলা হয়েছিল। চলতি সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে জসপ্রীত বুমরাহের নেতৃত্বাধীন ভারত।

নিজেদের ঘরের মাঠে ভারতীয় দলের বিরুদ্ধে শুরুটা ভালোভাবে করতে পারেনি আয়ারল্যান্ড। ভারতের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে তাদের রেকর্ড একেবারেই ভালো নয়। তাই জসপ্রীত বুমরাহের নেতৃত্বাধীন দলকে পরাজিত করে চলতি সিরিজটি জিতে নিতে চাইবে পল স্টার্লিংয়ের নেতৃত্বাধীন দল।

প্ৰথম ম্যাচটিতে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ রানে জয় পেয়েছিল ভারত। পল স্টার্লিংয়ের নেতৃত্বাধীন দল প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান তুলেছিল। কার্টিস ক্যাম্ফার এবং ব্যারি ম্যাককার্থি বাদে আয়ারল্যান্ডের আর কোনও ব্যাটার ২০ রানের গন্ডি পার করতে পারেননি। ক্যাম্ফার ৩৩ বলে ৩৯ রান করে আউট হন। ম্যাককার্থি ৩৩ বলে অপরাজিত ৫১ রান করেন। দ্বিতীয় ইনিংসে ৬.৫ ওভার পর্যন্ত খেলা হয়েছিল এবং ভারত ২ উইকেটে ৪৭ রান করেছিল। দ্বিতীয় ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

পিচ কন্ডিশন

এই স্টেডিয়ামের পিচ থেকে বোলার এবং ব্যাটার উভয় বিভাগই সাহায্য পাবে। পেসাররা প্ৰথম দিকের ওভারগুলিতে নতুন বলের সাথে ভালো সুইং পাবেন। স্পিনাররা মাঝের দিকের ওভারগুলিতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। অন্যদিকে, ব্যাটাররা শুরুর দিকের ওভারগুলিতে কিছুটা সমস্যার মুখোমুখি হতে পারেন। তবে এই পিচে একবার সেট হয়ে গেলে রান করা খুব একটা কঠিন নয়। এই কেন্দ্রে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়াই বেশি সুবিধাজনক।

সম্ভাব্য একাদশ

আয়ারল্যান্ড

পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বলবির্নি, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাককার্থি, ক্রেগ ইয়ং, জশুয়া লিটল, বেঞ্জামিন হোয়াইট।

ভারত

যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড়, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), প্রসিদ্ধ কৃষ্ণ।

আয়ারল্যান্ড বনাম ভারত: টি-২০-তে হেড টু হেড

ম্যাচ – ৬ | ভারত – ৬ | আয়ারল্যান্ড – ০

সম্প্রচার বিবরণী

ম্যাচ – আয়ারল্যান্ড বনাম ভারত, দ্বিতীয় টি-২০

সময় – সন্ধে ৭:৩০টা (ভারতীয় সময়)

সরাসরি সম্প্রচার – স্পোর্টস ১৮

লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা