আইপিএল ২০২৩ ফাইনালের আগে যে খেলোয়াড়রা সবচেয়ে বেশি সংখ্যক ফাইনাল খেলেছেন

সুরেশ রায়না মোট আটবার আইপিএল ফাইনাল খেলেছেন

MS Dhoni
MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (সিএসকে) ২৮শে মে, রবিবার, আইপিএল ২০২৩ ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (জিটি)-এর মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের সূচনা থেকে এখনও অবধি মোট দশবার আইপিএলের ফাইনালে উঠেছে ইয়েলো আর্মি।

এরই সঙ্গে কিংবদন্তী অধিনায়ক এমএস ধোনি ভারতের ফ্র্যাঞ্চাইজি ঘরোয়া প্রতিযোগিতায় সবচেয়ে বেশীবার ফাইনালে অংশ নিতে চলেছেন। ৪১ বছর বয়সী এই খেলোয়াড় এর আগে ১০টি ফাইনাল খেলেছেন, নয়টি হলুদ জার্সি পরে এবং একটি ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টস (এখন বিলুপ্ত)-এর হয়ে।

প্রাক্তন সিএসকে তারকা ব্যাটার সুরেশ রায়না ২০০৮ সাল থেকে আটবার ফাইনালে উপস্থিত হয়ে অভিজাত তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। এই তালিকায় চেন্নাই ও মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)-এর খেলোয়াড়রাই বেশীরভাগ রয়েছেন কারণ লিগের সবচেয়ে বেশী সাফল্য লাভ করেছে এই দুটি দলই।

ছয়টি আইপিএল ফাইনালে খেলেছেন রোহিত শর্মা

চিত্তাকর্ষকভাবে, রোহিত শর্মা ছয়টি আইপিএল ফাইনালে অংশ নিয়েছেন এবং তিনি সবচেয়ে সফল খেলোয়াড়, কারণ তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে পাঁচটি শিরোপা এবং ২০০৯ সালে তরুণ খেলোয়াড় হিসেবে ডেকান চার্জার্স (বর্তমানে বিলুপ্ত)-এর হয়ে একটি শিরোপা জিতেছেন।

প্রাক্তন মুম্বাই তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড ছয়টি ফাইনাল খেলে রোহিত শর্মার সঙ্গে একই স্থানে রয়েছেন। গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া, যিনি আগে এমআইয়ের প্রতিনিধিত্ব করেছিলেন, পাঁচটি ম্যাচ খেলে লাসিথ মালিঙ্গা, অ্যালবি মরকেল এবং সুব্রামানিয়াম বদ্রীনাথের সঙ্গে যৌথ-পঞ্চম সর্বাধিক উপস্থিতি রয়েছে৷

এখন, রবিবারের ব্লকবাস্টার ম্যাচে গুজরাতের বিরুদ্ধে চেন্নাই যখন নামবে, তখন এমএস ধোনি রেকর্ডসংখ্যক ১১তম ফাইনালে উপস্থিত হবেন, যা লিগের ইতিহাসে যে কোনও খেলোয়াড়ের দ্বারা সর্বাধিক। এদিকে, হার্দিক তাঁর ষষ্ঠবারের মতো ফাইনালে এবং গুজরাতের হয়ে দ্বিতীয়বারের জন্য ফাইনালে অংশ নেবেন। চেন্নাই জিতলে পঞ্চম শিরোপা নিয়ে তারা মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে একাসনে বসবে। অন্যদিকে, টাইটান্স জিতলে টানা দ্বিতীয় শিরোপা জেতা দ্বিতীয় দল হবে।

সর্বাধিক আইপিএল ফাইনাল খেলা ক্রিকেটার

স্থান খেলোয়াড় আইপিএল ফাইনাল সংখ্যা
এমএস ধোনি ১০
সুরেশ রায়না
রবিচন্দ্রন অশ্বিন, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাডেজা, আম্বাতি রায়ুডু
কাইরন পোলার্ড, রোহিত শর্মা
হার্দিক পান্ডিয়া, লাসিথ মালিঙ্গা, অ্যালনি মরকেল, সুব্রামানিয়াম বদ্রীনাথ