রাচিন রবীন্দ্রকে দলে নেওয়ার জন্য অনেক অর্থ খরচ করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ, মনে করছেন ইরফান পাঠান

Rachin Ravindra
Rachin Ravindra. ( Image Source: Twitter )

১৯শে ডিসেম্বর, মঙ্গলবার, দুবাইতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান মনে করছেন যে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) ফ্র্যাঞ্চাইজি নিলামে নিউজিল্যান্ডের প্রতিভাবান অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে কেনার জন্য অনেক অর্থ খরচ করবে। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন রাচিন। তাই নিলামে তার দিকে অনেক দলেরই নজর থাকবে।

স্টার স্পোর্টসে ইরফান পাঠান বলেন, “তারা একজন সঠিক স্পিনারকে পেতে চায় যিনি একজন উইকেট শিকারী। তাদের কাছে আদিল রশিদ ছিল, তাদের কাছে এখন আর তার পরিষেবা নেই। স্পষ্টতই, তাদের কাছে ময়ঙ্ক মার্কণ্ডে আছে কিন্তু তাদের তার চেয়ে একটু বেশি কিছুর প্রয়োজন।”

তিনি আরও বলেন, “তাদের দুই অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং মার্কো জ্যানসেন যদি ব্যাটিংয়েও ভালো অবদান রাখতে পারেন তাহলে তারা প্ৰথম একাদশে নিয়মিতভাবে খেলবে। একজন ব্যাকআপ ওপেনার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেজন্যই তাদের রাচিন রবীন্দ্রের দিকে যাওয়া প্রয়োজন। আমি দেখতে পাচ্ছি যে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে দলে নেওয়ার জন্য অনেক টাকা খরচ করছে।”

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ সকলের নজর কেড়েছিলেন রাচিন রবীন্দ্র

সদ্য সমাপ্ত ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ১০টি ম্যাচ খেলে ৫৭৮ রান করতে সক্ষম হয়েছিলেন রাচিন রবীন্দ্র। তিনি এই রান ৬৪.২২ গড় এবং ১০৬.৪৪ স্ট্রাইক রেটের সাথে করেছিলেন। এই টুর্নামেন্টে তিনি ৩টি শতরান এবং ২টি অর্ধশতরান করেছিলেন। তার সর্বোচ্চ স্কোর ছিল ১২৩*।

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্স করার পাশাপাশি বল হাতে ৫টি উইকেটও নিয়েছিলেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। তার সেরা বোলিং পরিসংখ্যান ছিল ২/২১। আইপিএলের মঞ্চে তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।

উল্লেখযোগ্যভাবে, সানরাইজার্স হায়দ্রাবাদ দলে এই মুহূর্তে আবদুল সামাদ, এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, হেনরিখ ক্লাসেন, মায়াঙ্ক আগরওয়াল, অনমোলপ্রীত সিং, উপেন্দ্র যাদব, নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, অভিষেক শর্মা, মার্কো জ্যানসেন, ওয়াশিংটন সুন্দর, সনভীর সিং, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, ময়ঙ্ক মার্কণ্ডে, উমরান মালিক এবং ফজলহক ফারুকী রয়েছেন।

মিনি নিলামের আগে হ্যারি ব্রুক, সমর্থ ব্যাস, কার্তিক ত্যাগী, বিভ্রান্ত শর্মা, আকিল হোসেন এবং আদিল রশিদকে ছেড়ে দিয়েছে এসআরএইচ। নিলামে তারা কোন কোন খেলোয়াড়দের দলে যোগ করেন সেটাই এখন দেখার বিষয়।