দেবদত্ত পাড়িক্কলের লখনউ সুপার জায়ান্টস দলে যোগ দেওয়ার ব্যাপারে মুখ খুললেন ইরফান পাঠান

Devdutt Padikkal
Devdutt Padikkal. (Photo Source: IPL/BCCI)

সম্প্রতি, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) দলে দেবদত্ত পাড়িক্কলের যোগ দেওয়ার ব্যাপারে মুখ খুলেছেন। এলএসজি রাজস্থান রয়্যালসের (আরআর) সাথে ট্রেড করেছিল। লখনউ সুপার জায়ান্টস দল থেকে আভেশ খান আরআর দলে যোগ দিয়েছিলেন। অন্যদিকে, দেবদত্ত পাড়িক্কল এলএসজি দলে যোগ দিয়েছিলেন।

দেবদত্ত পাড়িক্কল এই মুহূর্তে খুব ভালো ফর্মে রয়েছেন। বিজয় হাজারে ট্রফিতে তিনি টানা ৫টি ম্যাচে ৫০+ রান করেছেন। তিনি এই ৫টি ম্যাচে যথাক্রমে ১১৪ রান, ৯৩* রান, ৭০ রান, ১১৭ রান এবং ৭১* রান করেছিলেন। সুতরাং, এই প্রতিভাবান ব্যাটার ৫টি ম্যাচ খেলে ৪৬৫ রান করতে সক্ষম হয়েছেন।

ইরফান পাঠান বলেছেন যে লখনউ সুপার জায়ান্টস ঘরোয়া ক্রিকেটের কয়েকজন খেলোয়াড়কে চিহ্নিত করেছে, কারণ তারা মিনি-নিলামের আগে অনেক ভারতীয় খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এলএসজি মোট আটজন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে যার মধ্যে সাতজন হল ভারতীয়। এলএসজি জয়দেব উনাদকাট, ড্যানিয়েল শ্যামস, মনন ভোহরা, স্বপ্নিল সিং, করণ শর্মা, অর্পিত গুলেরিয়া, সূর্যংশ শেজ, করুণ নায়ারকে ছেড়ে দিয়েছে।

“তারা অবশ্যই এমন খেলোয়াড়দের চিহ্নিত করেছে যাদের তারা ঘরোয়া ক্রিকেট থেকে পেতে চায়” – ইরফান পাঠান

ইরফান পাঠান স্টার স্পোর্টসকে বলেন, “তাদের স্কাউটদের অনেক কাজ করতে হবে কারণ তারা প্রচুর দেশীয় খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে। সুতরাং, ঘরোয়া ম্যাচগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারা অবশ্যই এমন খেলোয়াড়দের চিহ্নিত করেছে যাদের তারা ঘরোয়া ক্রিকেট থেকে পেতে চায়।”

তিনি আরও বলেন, “এছাড়াও, এটি বেশ সাজানো। আমি মনে করি দেবদত্ত পাডিক্কলের পদক্ষেপটি দুর্দান্ত। তাই তাদের যা করতে হবে তা হল ব্যাকআপ হিসেবে ভালো ঘরোয়া ক্রিকেটারদের দলে নেওয়া, তাদের প্ৰথম একাদশের খেলোয়াড়দের দিকে যাওয়ার দরকার নেই।”

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ এবং ২০২৩ উভয় মরসুমেই প্লেঅফ পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। ১৯শে ডিসেম্বর, দুবাইতে মিনি নিলাম অনুষ্ঠিত হবে। শেষমেশ এলএসজি দলে কোন কোন খেলোয়াড়রা যোগ দেন সেটাই এখন দেখার বিষয়।

লখনউ সুপার জায়ান্টস কেএল রাহুল, কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, কাইল মায়ার্স, মার্কাস স্টোইনিস, দীপক হুডা, রবি বিষ্ণোই, নবীন উল হক, ক্রুনাল পান্ডিয়া, যুদ্ধবীর সিং, প্রেরক মানকর, যশ ঠাকুর, মার্ক উড, মায়াঙ্ক যাদব এবং মহসিন খানকে ধরে রেখেছে।