হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে জিটিকে এই অলরাউন্ডারকে দলে নেওয়ার পরামর্শ দিলেন ইরফান পাঠান

Irfan Pathan
Irfan Pathan. (Photo Source: Instagram)

১৯শে ডিসেম্বর, দুবাইতে ইন্ডিয়া প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম আয়োজিত হবে যেখানে ১০টি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের খেলোয়াড়দের দলে নেওয়ার চেষ্টা করবে। নিলামে মোট ১১৬৬ জন খেলোয়াড়ের নাম নথিভুক্ত রয়েছে। মিনি নিলামের আগে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) কাছে ট্রেড করেছিল গুজরাট টাইটান্স (জিটি)। হার্দিকের নেতৃত্বে জিটি তাদের উদ্বোধনী আইপিএল মরসুমে শিরোপা জিতেছিল এবং তার পরের মরসুমটিতে রানার্স-আপ হয়েছিল। কিন্তু আসন্ন আইপিএল মরসুমটিতে তার পরিষেবা পাবে না গুজরাট টাইটান্স।

মিনি নিলামের আগে শিবম মাভি, যশ দয়াল, কেএস ভরত, উরভিল প্যাটেল, প্রদীপ সাংওয়ান, আলজারি জোসেফ, দাসুন শানাকা এবং ওডেন স্মিথকে ছেড়ে দিয়েছে গুজরাট টাইটান্স। মিনি নিলামে তারা কোন কোন খেলোয়াড়দের দলে নিতে সক্ষম হয় সেটাই এখন দেখার বিষয়।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান জিটির উদ্দেশ্যে একটি বিশেষ পরামর্শ দিয়েছেন। তিনি জিটিকে অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে আফগানিস্তানের প্রতিভাবান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে দলে নিতে বলেছেন।

স্টার স্পোর্টসে ইরফান পাঠান বলেন, “গুজরাট টাইটান্সের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে তারা হার্দিক পান্ডিয়াকে মিস করছে। স্পষ্টতই, তারা এমন একজন নেতা এবং একজন লোককে মিস করছে যে ব্যাট এবং বল উভয়ই সমানভাবে করতে পারে, তিনি সত্যিই একজন খুব ভালো অলরাউন্ডার। তবে এখন তাদের দেখতে হবে যে নিলামের টেবিলে কে আছে?”

তিনি আরও বলেন, “আমি আজমতউল্লাহ ওমরজাইকে গুজরাট টাইটান্সে যেতে দেখছি কারণ তিনি এই দলে সুন্দরভাবে ফিট হচ্ছেন। সেখানে রশিদ খানও আছেন, যিনি তার দেশবাসীর থেকে সেরাটা বের করতে পারবেন। একজন অলরাউন্ডার ছাড়াও, তাদের একজন উপযুক্ত ফাস্ট বোলার দরকার। তাদের সেই অতিরিক্ত গতির দিকে যেতে হবে।”

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন আজমতউল্লাহ ওমরজাই

সদ্য সমাপ্ত ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ব্যাট এবং বল হাতে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন আজমতউল্লাহ ওমরজাই। এই টুর্নামেন্টে ব্যাট হাতে তিনি ৮টি ইনিংস খেলেছিলেন এবং ৩৫৩ রান করতে সক্ষম হয়েছিলেন। তিনি ৭০.৬০ গড় এবং ৯৭.৭৮ স্ট্রাইক রেটের সাথে এই রান করেছিলেন। তার সর্বোচ্চ স্কোর ছিল ৯৭*।

অন্যদিকে, বল হাতে ৭টি উইকেট নিতে সক্ষম হয়েছিলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। তার বোলিংয়ের গড় এবং ইকোনমি রেট ছিল যথাক্রমে ৩৮.৫৭ এবং ৭.১০। তার সেরা বোলিং পরিসংখ্যান ছিল ২/৫২।