আইপিএল ২০২৩: সেরা ৫ ব্যক্তিগত ব্যাটিং পারফর্ম্যান্স

সদ্য সমাপ্ত আইপিএলে বেশ কিছু চমকপ্রদ ব্যাটিং ইনিংস দেখা গেছে

Rinku Singh
Rinku Singh. (Photo Source: IPL/BCCI)

৭৪ ম্যাচের তীব্র প্রতিদ্বন্দ্বিতার পরে অবশেষে ২৯শে মের গভীর রাতে আইপিএল ২০২৩-এর বিজয়ী দলের নাম জানা গেছে। শ্বাসরুদ্ধকর ফাইনালে চেন্নাই সুপার কিংস আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবারের জন্য শিরোপা অর্জন করেছে।

এই সংস্করণে সর্বাধিকবার ২০০+ স্কোর উঠতে দেখা গেছে এবং বেশ কিছু ব্যাটার এমন ইনিংস খেলেছেন যা আইপিএলের ইতিহাসে সংরক্ষিত থেকে যাবে। ব্যাটিং দক্ষতা দিয়ে ক্রিকেট অনুরাগীদের মুগ্ধ করে রাখা বেশ কিছু ইনিংস নিয়ে আলোচনা করা হল। আলোচনার জন্য শুধুমাত্র সেই ইনিংসগুলিই বিশ্লেষিত হয়েছে, যেগুলির জন্য সেইসব ব্যাটারদের দল জয়ী হয়েছিল সেই ম্যাচে।

সেরা ৫ ব্যক্তিগত ইনিংস

৫) সূর্যকুমার যাদব ১০৩* (৪৯) বনাম গুজরাত টাইটান্স

Suryakumar Yadav
Suryakumar Yadav. ( Photo Source: BCCI/IPL )

৫৭তম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স মুখোমুখি হয়েছিল। টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং লাইন-আপ ছিল গুজরাত টাইটান্সের এবং সেই বোলিং আক্রমণের বিরুদ্ধেই সূর্যকুমার যাদব তাঁর আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি অর্জন করেছিলেন।

টসে হেরে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাটিং করতে নেমেছিল এবং তাদের ওপেনিং জুটি ৬.১ ওভারে ৬১ রান তোলার পরে তিন নম্বরে ব্যাটিং করতে আসেন ‘স্কাই’। ইনিংসে তখন ১৪ ওভারেরও কম সময় বাকী এবং প্রতিপক্ষে রয়েছেন মহম্মদ শামি, মোহিত শর্মা ও রাশিদ খান, যাঁরা আইপিএল ২০২৩-এর শেষে শীর্ষ তিন উইকেটশিকারী ছিলেন।

তাঁর বিস্তৃত শটের প্রদর্শন করে সূর্যকুমার টাইটান্সের বোলারদের যাবতীয় আক্রমণ ভোঁতা করে দেন। রাশিদ খান মুম্বাইয়ের বাকী ব্যাটারদের বিরুদ্ধে তাঁর জাদুকরী স্পেল চালিয়ে গেলেও, সূর্যকুমারের আগ্রাসী ইনিংস থামাতে পারেননি। শেষ অবধি ৪৯ বলে ১০৩* রান করে মুম্বাইকে ২১৮/৫ স্কোরে পৌঁছে দেন আধুনিক দিনে টি-২০ ফর্ম্যাটের অন্যতম সেরা ব্যাটার।

Page 1 / 5
Next