আইপিএল ২০২৩: কেকেআরের যে ৫ ভারতীয় তারকার দিকে নজর থাকবে

শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতির ফলে ভারতীয় খেলোয়াড়দের অতিরিক্ত দায়িত্ব নিতে হবে

৪) উমেশ যাদব

Umesh Yadav. (Photo Source: IPL/BCCI)

আইপিএল ২০২২ মেগা-নিলামে প্রাথমিকভাবে অবিক্রিত থাকার পরে উমেশ যাদবকে ২ কোটি টাকার বেস প্রাইসে কিনেছিল কেকেআর। গত মরসুমের শুরু থেকেই উমেশ ঝাঁঝালো বোলিং করে পাওয়ারপ্লেতে কেকেআরকে দুরন্ত সূচনা এনে দিয়েছিলেন। আইপিএল ২০২২ মরসুমে ১২ ম্যাচে উমেশ ১৬ উইকেট নিয়েছিলেন ৭.০৬ ইকোনমি রেটে।

Advertisement
Advertisement

গত সংস্করণের প্রথম ম্যাচেই বিদর্ভের পেসার উমেশ বিধ্বংসী মেজাজে ছিলেন এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চার ওভারে ২/২০ পরিসংখ্যানের কারণে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন। প্রচণ্ড গতিতে তাঁর সুইং করানোর ক্ষমতার কারণে ইনিংসের শুরুর দিকে উমেশ অত্যন্ত ভয়ংকর হয়ে ওঠেন।

বিগত আইপিএলের পাওয়ারপ্লেতে ১২ ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন ৬.৪১-এর অসামান্য ইকোনমি রেটে। আইপিএলে ভালো পারফর্ম করার পরে উমেশ ভারতের টি-২০ দলেও প্রত্যাবর্তন করেছিলেন তিন বছর পরে। আগামী আইপিএলেও পাওয়ারপ্লের ওভারগুলিতে উমেশই হতে চলেছেন কেকেআরের প্রধান অস্ত্র।

Previous
Page 2 / 5
Next