আইপিএল ২০২৩ টিম প্রিভিউঃ কলকাতা নাইট রাইডার্স- শক্তি, দুর্বলতা ও সম্ভাব্য একাদশ

Kolkata Knight Riders
Kolkata Knight Riders. (Photo Source: IPL/BCCI)

আগামী ১ এপ্রিল এবারের আইপিএলে যাত্রা শুরু করতে চলেছে কলকাতা নাইট রাউডার্স। গতবছরের আইপিএলে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি কলকাতা নাইট রাইডার্স। দুবার জিততে পারলেও, এরপর থেকে আর আইপিএল জিততে পারেনি কলকাতার নাইটরা। তিন বছর পর ফের আইপিএল ফিরেছে তার স্বমহিমায়। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকে তাকিয়ে রয়েছে সকলে। তবে কলকাতা নাইট রাইডার্স এবার মাঠে নামার আগেই কিন্তু তাদের শিবিরে বড়সড় ধা্ক্কাটা লেগেছে। দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার ছিটকে গিয়েছেন।

পিঠের চোটের জেরে এবারের আইপিএলে নেই শ্রেয়স আইয়ার। তাঁর জায়গাতেই নাইট রাইডার্স শিবিরের অধিনায়ক হয়েছেন নীতিশ রানা। একইঙ্গে দলে যোগ দিলেও লোকি ফার্গুসন কতটা সুস্থ রয়েছে তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা নেই কারোর মধ্যেই। এমন পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সের শক্তি ও দুর্বলতা নিয়ে ননান তূল্যমূল্য বিচার চলতে শুরু করেছে। অধিনায়কের সঙ্গে এবার  কলকাতা নাইট রাইডার্স শিবিরে এসেছেন নতুন কোচও। দেখে নেওয়া যাক নাইট রাইডার্সের স্কোয়াড প্রিভিউ।

কলকাতা নাইট রাইডার্সের শক্তি

ভারতীয় ক্রিকেটাররা এবার কলকাতা নাইট রাইডার্সের অন্যতম শক্তি হয়ে উঠতে পারেন। তাদের দলেই এবার এসেছেন শার্দূল ঠাকুর। চাপের মুখে তাঁর পারফরম্যান্স সকলেই দেখেছেন। সেইসঙ্গে নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার এবং মনদীপ সিংয়ের  মতো ব্যাটাররাও রয়েছে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে। এছাড়া এবার কলকাতা নাইট রাইডার্স শিবিরে শার্দূল ঠাকুরের উপস্থিতি যে তাদের ম্যাচ ফিনিশের দিকে অনেকটাই শক্তি যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই চলছে প্রস্তুতিও। এচাড়া সেই শিবিরেই রয়েছেন আন্দরে রাসেলের মতো বিধ্বংসী তারকা। কয়েকটি ওভারেই ম্যাচের রং বদলে দেওয়ার দক্ষতা রয়েছে এই তারকা ক্রিকেটারের।  অন্যদিকে বোলিংয়ে রয়েছেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তীদের মতো তারকা স্পিনাররা।

কলকাতা নাইট রাইডার্সের দুর্বলতা

বিদেশী তারকাদের দিক থেকেই খানুকটা পিছিয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। সেইসঙ্গে  মরসুম শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডারস শিবির থেকে চিটকে গিয়েছেন  অধিনায়ক শ্রেয়স আইয়ার। অন্যান্য শিবিরে যেমন ডেভিড মিলার, জস বাটলার, মোঈন আলিদের মতো তারকা ক্রিকেটারদের উপস্থিতি রয়েছে। কিন্তু নাইট শিবিরকে অনেক বেশী ভরসা করতে হবে রহমনুল্লা গুরবাজ, ডেভিড উইসিদের ওপর। শুধু তাই নয় সাকিব আল হাসান এবং লিটন দাসকেও গোটা মরসুম পাওয়া নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।

নাইট রাইডার্সের স্কোয়াড

শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকুল রায়, রিঙ্কু সিং, রহমুললা গুরবাজ, শারদূল ঠাকুর, লোকি ফার্গুসন, এন জগদীশান, বৈভব অরোরা, সুয়শ শর্মা, ডেভিড উইসি, কুলাওয়াত খেজরোলিয়া, লিটন দাস, মনদীপ সিং, সাকিব অল হাসান।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ

ভেঙ্কটেশ আইয়ার, রহমনুল্লা গুরবাজ/লিটন দাস, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, নারায়ন জগদীশান,শার্দুল ঠাকুর, সুনীল নরিন, উমেশ যাদব, টিম সাউদি, বরুণ চক্রবর্তী

এবারের আইপিএলে নাইটদের ক্রীড়াসূচী

 

ম্যাচের নম্বর তারিখ, দিন ম্যাচ সময়
এপ্রিল ১, শনিবার পাঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স বিকেল ৩:৩০ মোহালি
এপ্রিল ৬, বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সন্ধ্যা ৭:৩০ কলকাতা
১৩ এপ্রিল ৯, রবিবার গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স বিকেল ৩:৩০ আহমেদাবাদ
১৯ এপ্রিল ১৪, শুক্রবার কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ সন্ধ্যা ৭:৩০ কলকাতা
২২ এপ্রিল ১৬, রবিবার মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স বিকেল ৩:৩০ মুম্বাই
২৮ এপ্রিল ২০, বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স সন্ধ্যা ৭:৩০ দিল্লি
৩৩ এপ্রিল ২৩, রবিবার কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস সন্ধ্যা ৭:৩০ কলকাতা
৩৬ এপ্রিল ২৬, বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স সন্ধ্যা ৭:৩০ ব্যাঙ্গালোর
৩৯ এপ্রিল ২৯, শনিবার কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স বিকেল ৩:৩০ কলকাতা
৪৭ মে ৪, বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স সন্ধ্যা ৭:৩০ হায়দ্রাবাদ
৫৩ মে ৮, সোমবার কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস সন্ধ্যা ৭:৩০ কলকাতা
৫৬ মে ১১, বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস সন্ধ্যা ৭:৩০ কলকাতা
৬১ মে ১৪, রবিবার চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স সন্ধ্যা ৭:৩০ চেন্নাই
৬৮ মে ২০, শনিবার কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস সন্ধ্যা ৭:৩০ কলকাতা