মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কুইন্টন ডি কককে না খেলানোর কারণ জানালেন এলএসজির অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া

Krunal Pandya
Krunal Pandya. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর এলিমিনেটরে ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসকে (এলএসজি) ৮১ রানে পরাজিত করেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। এই নিয়ে টানা দুই বছর এলিমিনেটর থেকে বিদায় নিতে হল এলএসজিকে।

এই ম্যাচে এলএসজির অভিজ্ঞ ওপেনার কুইন্টন ডি কক প্ৰথম একাদশে ছিলেন না। তিনি এই মরসুমে খুব বেশি ম্যাচ খেলেননি। কাইল মেয়ার্স ভালো ফর্মে থাকায় কেএল রাহুলের সাথে তিনিই ওপেনিং করছিলেন। চোটের কারণে কেএল রাহুল এই মরসুম থেকে ছিটকে যাওয়ার পর কুইন্টন ডি কক প্ৰথম একাদশে খেলার সুযোগ পান। এই মরসুমে নিজের প্ৰথম ম্যাচটিতে গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে ৪১ বলে ৭০ রান করেছিলেন তিনি। এরপর আর কোনো ম্যাচে খুব বড় রান পাননি তিনি। আইপিএলের ১৬ তম সংস্করণে ডি কক ৪টি ম্যাচ খেলে ১৪৩ রান করেছেন। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৩৫.৭৫ এবং ১৪০.২০।

এলএসজির অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কুইন্টন ডি কককে না খেলানোর ব্যাপারে মুখ খুলেছেন। তিনি বলেছেন যে চেপকে কাইল মেয়ার্সের রেকর্ড ডি ককের থেকে ভালো হওয়ায় তাকে প্ৰথম একাদশে খেলার সুযোগ দেওয়া হয়েছিল।

ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় ক্রুনাল পান্ডিয়া বলেন, “কুইন্টন ডি কক একজন মানসম্পন্ন ব্যাটার, কিন্তু কাইল মেয়ার্সের এখানে (চেপক) আরও ভালো রেকর্ড রয়েছে, তাই আমরা তাকে (প্ৰথম একাদশে) নিয়ে এগিয়ে গেলাম।”

প্লেঅফসের তৃতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স

প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে এমআইয়ের হয়ে সর্বোচ্চ রান করেন ক্যামেরন গ্রিন। তিনি ৬টি চার এবং ১টি ছয় সহ ২৩ বলে ৪১ রান করেন। এছাড়াও সূর্যকুমার যাদব ২০ বলে ৩৩ রান এবং নেহাল ওয়াধেরা ১২ বলে ২৩ রানের দুটি সুন্দর ইনিংস খেলেন। এই ম্যাচে এলএসজির সবথেকে সফল বোলার ছিলেন নবীন-উল-হক। তিনি ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়াও যশ ঠাকুর ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। রান তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে ১০১ রানে শেষ হয়ে যায় এলএসজির ইনিংস। এই ম্যাচে ৩.৩ ওভারে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার পান আকাশ মাধওয়াল।

২৬ শে মে, শুক্রবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্লেঅফসের তৃতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের (জিটি) মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে যে দল জয় পাবে সেই দল ফাইনালে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে খেলবে।