আইপিএল ২০২৩, ম্যাচ ৬৮: কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস, ইডেন গার্ডেন্সের রেকর্ড ও পরিসংখ্যান

Eden Gardens
Eden Gardens. (Photo by Jan Kruger-ICC/ICC via Getty Images)

২০শে মে, শনিবার, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৬৮ তম ম্যাচে নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএলে এই দুটি দল দুইবার একে অপরের মুখোমুখি হয়েছে এবং দুইবারই জয় পেয়েছে এলএসজি। কেকেআর এবং এলএসজি নিজেদের পরবর্তী ম্যাচে এই মরসুমে প্রথমবারের জন্য একে অপরের মুখোমুখি হবে।

পিচ কন্ডিশন

ইডেন গার্ডেন্সে বোলারদের তুলনায় ব্যাটাররা বেশি সুবিধা পায়। এই পিচে ১৯০-২০০ রান ভালো রান হিসেবে গণ্য হবে। স্পিনাররা মিডিল ওভারে এই পিচ থেকে সুবিধা পাবেন। তবে এই মাঠে পেসারদের খুব বুঝেশুনে বল করতে হবে।

ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের রেকর্ড ও পরিসংখ্যান

কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এখনও পর্যন্ত ৮৪টি আইপিএল ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে প্ৰথম ইনিংসে ব্যাটিং করা দল জিতেছে ৩৪ বার এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল জিতেছে ৫০ বার।

এই মাঠে চেন্নাই সুপার কিংস (সিএসকে) সর্বোচ্চ স্কোর নথিভুক্ত করেছিল। চলতি মরসুমে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্ৰথম ম্যাচটিতে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান করেছিল সিএসকে। এই স্টেডিয়ামে কেকেআরের সর্বোচ্চ স্কোর হল ২০ ওভারে ২ উইকেটে ২৩২ রান। আইপিএল ২০১৯-এ মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে তারা এই স্কোর নথিভুক্ত করেছিল। এটি হল ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ইডেন গার্ডেন্সে সবথেকে কম স্কোর নথিভুক্ত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আইপিএল ২০১৭-তে কেকেআরের বিরুদ্ধে তারা ৯.৪ ওভারে ১০ উইকেটে ৪৯ রান করেছিল।

ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে সবথেকে বেশি রান করার রেকর্ড রয়েছে কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরের নামে। তিনি এই মাঠে ৪৭টি ইনিংস খেলে ১৪০৭ রান করেছেন। আইপিএলের ১৫ তম সংস্করণের প্লেঅফসে এই মাঠে লখনউ সুপার জায়ান্টাসের বিরুদ্ধে ৫৪ বলে ১১২* রান করেছিলেন রজত পতিদার। এটি হল এক ইনিংসের হিসাবে এই স্টেডিয়ামের সর্বোচ্চ রান।

ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে সবথেকে বেশি উইকেট নিয়েছেন কেকেআরের অভিজ্ঞ স্পিনার সুনীল নারিন। তিনি এই মাঠে এখনও পর্যন্ত ৫১টি ম্যাচ খেলে ৫৯টি উইকেট শিকার করেছেন। তিনিই এই স্টেডিয়ামে সেরা বোলিং পরিসংখ্যান নথিভুক্ত করেছিলেন। আইপিএলের পঞ্চম সংস্করণে কিংস XI পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) বিরুদ্ধে তিনি ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন।

এলএসজি এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত মাত্র ১টি ম্যাচ খেলেছে। গত মরসুমের প্লেঅফসে আরসিবির কাছে ১৪ রানে পরাজিত হয়েছিল তারা। কেকেআরের বিরুদ্ধে ম্যাচটিতে তাদের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।