দ্বন্দ্বের জল্পনা মুছে দিয়ে আবেগঘন মুহূর্তে ধোনির কোলে জাডেজা

ফাইনালে জাডেজা ৬ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন

Gujarat Titans vs Chennai Super Kings
Gujarat Titans vs Chennai Super Kings. (Photo Source: Twitter)

সোমবার, ২৯শে মে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস তাদের পঞ্চম আইপিএল শিরোপা জিতেছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে কখনও চেন্নাই সুপার কিংস (সিএসকে) এগিয়ে যাচ্ছে, তো কখনও গুজরাত টাইটান্স (জিটি) ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে। রবীন্দ্র জাডেজা শেষ অবধি ক্রিজে টিঁকে থেকে তাঁর দলকে জেতান।

শেষ দুই বলে ১০ রানের প্রয়োজন ছিল। স্ট্রাইকে ছিলেন অভিজ্ঞ রবীন্দ্র জাডেজা। মোহিত সেই ওভারে ইয়র্কারের উপরে ভরসা রাখছিলেন এবং পঞ্চম ডেলিভারিটিও ইয়র্কার করতে যান, তবে সেটি হাফ-ভলি হয়ে যায়। জাডেজা লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকাতে ভুল করেননি।

শেষ বলে যখন চার রানের প্রয়োজন, তখন আবারও মোহিত ইয়র্কার দেওয়ার চেষ্টা করেন। এবারে ডেলিভারিটি ফুল টস হয়ে যায় এবং ডেলিভারির লাইনও বিগড়ে গিয়ে লেগ স্টাম্পের দিকে চলে গিয়েছিল। জাডেজার ব্যাটে বল ঠেকতেই ফাইন লেগের দিকে বাউন্ডারি হয়েছিল।

সিএসকে ম্যাচ জেতার পরেই ডাগ-আউট থেকে তাঁর সতীর্থরা ছুটে আসেন। জাডেজার অসামান্য ইনিংসের ঠিক পরে অলরাউন্ডারের সঙ্গে দলের অধিনায়ক এমএস ধোনির একটি বিশেষ মুহূর্তর সাক্ষী থেকেছে পুরো ক্রিকেটদুনিয়া। উচ্ছ্বসিত ধোনি সতীর্থ জাডেজাকে কোলে তুলে নিয়েছিলেন।

সিএসকের দুই তারকা একে অপরকে জড়িয়েও ধরেছিলেন। এই মুহূর্তের পরে নিশ্চিত হয়ে যায় যে জাডেজা ও ধোনির মধ্যে যে উত্তেজনার আলোচনা চলছিল, তাতে বিশেষ সত্যতা নেই। দুজনের মধ্যে এমন আবেগী মুহূর্তের পরে জাডেজা এই জয়টি তাঁর অধিনায়ককে উৎসর্গ করেছিলেন।

“আশ্চর্যজনক লাগছে, আমার ঘরের মাঠের দর্শকদের সামনে আমার পঞ্চম শিরোপা জেতা। আমি গুজরাত থেকে এসেছি এবং এটা একটা বিশেষ অনুভূতি। দর্শকদের কারণে ভিন্ন পরিবেশ ছিল। তারা গভীর রাত পর্যন্ত বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল। আমি সিএসকে ভক্তদের একটি বড় অভিনন্দন জানাতে চাই যারা আমাদের সমর্থন করতে এসেছেন। আমি এই জয়টি সিএসকে দলের একজন বিশেষ সদস্য, এমএস ধোনিকে উৎসর্গ করতে চাই,” ম্যাচের পরে সম্প্রচারকারীদের সঙ্গে কথা বলার সময় অলরাউন্ডার উল্লেখ করেছেন।