আইপিএল ফাইনালে শেষ ওভারের উত্তেজনার মাঝে বিসিসিআই সেক্রেটারি জয় শাহের অশালীন অঙ্গভঙ্গী

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে সিএসকেকে জয় এনে দেন রবীন্দ্র জাডেজা

BCCI Secretary Jay Shah
BCCI Secretary Jay Shah. (Photo Source: Twitter)

২৯শে মে, সোমবার, সন্ধ্যায় ম্যাচ শুরু হলেও, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ফাইনালের মীমাংসা হতে হতে রাত দেড়টা বেজে গিয়েছিল। টানটান উত্তেজক ম্যাচে কখনও চেন্নাই সুপার কিংস (সিএসকে) এগিয়ে যাচ্ছে, তো কখনও গুজরাত টাইটান্স (জিটি) ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিচ্ছে। তুমুল হাড্ডাহাড্ডি ম্যাচের শেষে সিএসকে ম্যাচের শেষ বলে স্মরণীয় জয় অর্জন করে পঞ্চমবারের জন্য শিরোপা দখল করেছে।

তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে দুই দলই বেশ কিছু ভুল করেছে এবং মাঠে তার প্রতিক্রিয়াও দেখা গেছে। তবে গ্যালারিতে উপস্থিত থাকা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ যে অঙ্গভঙ্গি করেছেন, তাতে সমালোচনার ঢেউ উঠেছে।

বৃষ্টির কারণে সিএসকের ইনিংস সংক্ষিপ্ত হয়ে ১৫ ওভারে নেমে এসেছিল। তাদের ইনিংসের পঞ্চদশ, অর্থাৎ ম্যাচের শেষ ওভার, করতে এসেছিলেন জিটির পেসার মোহিত শর্মা। ওভারের শুরুতে সিএসকেকে ১৩ রান করতে হত। প্রথম ডেলিভারিতে ডট হওয়ার পরে, দ্বিতীয় ডেলিভারিতে শিবম দুবে এক রান নেন। তখন জয় শাহর দিকে সম্প্রচারকারীদের ক্যামেরা তাক করা হয়েছিল। দেখা যায় যে জয় কারোর (ভিডিওতে তাঁকে দেখা যায়নি) দিকে তাকিয়ে ডান হাত মুঠো করে অশালীন অঙ্গভঙ্গি করছেন।

দেখুন সেই ভাইরাল ভিডিও

মুহূর্তের মধ্যে সেই ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছিল। দেশের ক্রিকেট বোর্ডের সেক্রেটারি পদে থাকা এক ব্যক্তি আইপিএল ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কীভাবে এমন অপরিণত আচরণ করতে পারেন, উঠেছে প্রশ্ন। নেটিজেনদের অনেকেই জয়কে মনে করিয়ে দিতে চেয়েছেন তাঁর পদমর্যাদার তাৎপর্য।

ম্যাচের প্রসঙ্গে, সেই ডেলিভারিটির পরের দুই বলে এক-এক রান করে নেওয়া হয়েছিল। শেষ দুই বলে চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। স্ট্রাইকে ছিলেন অভিজ্ঞ রবীন্দ্র জাডেজা। মোহিত সেই ওভারে ইয়র্কারের উপরে ভরসা রাখছিলেন এবং পঞ্চম ডেলিভারিটিও ইয়র্কার করতে যান, তবে সেটি হাফ-ভলি হয়ে যায়। জাডেজা লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকাতে ভুল করেননি।

শেষ বলে যখন চার রানের প্রয়োজন, তখন আবারও মোহিত ইয়র্কার দেওয়ার চেষ্টা করেন। এবারে ডেলিভারিটি ফুল টস হয়ে যায় এবং ডেলিভারির লাইনও বিগড়ে গিয়ে লেগ স্টাম্পের দিকে চলে গিয়েছিল। জাডেজার ব্যাটে বল ঠেকতেই ফাইন লেগের দিকে বাউন্ডারি হয়েছিল। অভাবনীয় ব্যাটিং করে জাডেজা ম্যাচ জেতানোর পরে অধিনায়ক এমএস ধোনির কোলে ঝাঁপিয়ে পড়েছিলেন।