আইপিএল ২০২৩-এ সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক নির্বাচিত এইডেন মার্করাম

২রা এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অভিযান শুরু করছে এসআরএইচ

Aiden Markram. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণের আগে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) তাদের নতুন অধিনায়ক হিসেবে এইডেন মার্করামের নাম ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকার এই পাওয়ার-হিটার ২০২২ থেকে হায়দ্রাবাদের স্কোয়াডের একটি অংশ। আইপিএল ২০২২ মেগা নিলামে ফ্র্যাঞ্চাইজি তাঁকে ২.৬০ কোটি টাকায় কিনেছিল। ফ্র্যাঞ্চাইজি আইপিএল ২০২৩ নিলামের আগে প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছে এবং একজন নতুন নেতার সন্ধানে ছিল।

Advertisement
Advertisement

মার্করাম সম্প্রতি এসআরএইচ-মালিকানাধীন সানরাইজার্স ইস্টার্ন কেপকে উদ্বোধনী SA20 টুর্নামেন্টে শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু নেতৃত্বর দক্ষতার দিয়েই নয়, ব্যাট হাতেও দলের জয়ে অবদান রেখেছিলেন। জোবার্গ সুপার কিংসের বিপক্ষে সেমি-ফাইনালে তাঁর সেঞ্চুরি দলকে ফাইনালে পৌঁছতে সাহায্য করেছিল এবং শেষ পর্যন্ত তিনি ট্রফি জেতান গ্‌কেবেরহার-ভিত্তিক ইস্টার্ন কেপকে।

SA20 লিগের ফাইনালে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে তাঁর দলের জয়ের ফলে হায়দ্রাবাদ-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বর দাবীদার হয়ে ওঠেন মার্করাম। এসআরএইচ তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে ২৩শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, আনুষ্ঠানিক ঘোষণা করে বিষয়টি জানিয়েছে।

আইপিএল ২০২২-এ ভালো ফর্মে ছিলেন এইডেন মার্করাম

SA20 টুর্নামেন্ট চলাকালীন মার্করাম নগদ সমৃদ্ধ ইভেন্টে সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আইপিএলের ২০২২ সংস্করণে মার্করাম কিছু স্মরণীয় পারফর্ম্যান্স করেছিলেন। তিনি পুরো মরসুমে ১২ ইনিংস খেলে ৩৮১ রান সংগ্রহ করেছেন এবং তিনটি হাফ সেঞ্চুরি করেছেন। বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মার্করাম।

এসআরএইচ ইউনিটের অন্যান্য অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে ছিলেন মায়াঙ্ক আগরওয়াল, ভুবনেশ্বর কুমার। কিন্তু মার্করাম SA20 টুর্নামেন্টে তাঁর সাম্প্রতিক সাফল্যর কারণে নেতৃত্ব পাওয়ার প্রধান দাবীদার ছিলেন। দুইবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ আশা করবে এইডেন মার্করাম আসন্ন মরসুমেও তাঁর ফর্ম অব্যাহত রাখবেন এবং দলকে তাদের দ্বিতীয় শিরোপা জয়ের দিকে নিয়ে যাবেন।