৩ জন খেলোয়াড় যারা এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে বুমরাহের জায়গা নিতে পারেন

Jasprit Bumrah. (Photo Source: IPL/BCCI)

মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বুমরাহ যে কতোটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। তবে চোটের কারণে বহুদিন ধরে ক্রিকেটের মাঠে তার দেখা মিলছে না। চোটের কারণে ২০২২ সালের এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে জাসপ্রিত বুমরাহের দেখা মেলেনি। এবারে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল ২০২৩-এও বুমরাহের খেলার কোনো নিশ্চয়তা নেই। মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা হয়তো এবারেও বুমরাহ-আর্চার পেস জুটিকে একসাথে বল করতে দেখতে পাবেন না।

Advertisement
Advertisement

জাসপ্রিত বুমরাহ যদি খেলতে না পারেন তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সকে তার জায়গা নেওয়ার জন্য কোনো না কোনো পেসারকে সই করাতেই হবে। এমন কিছু বোলার রয়েছেন যারা আইপিএল ২০২৩-এর মিনি নিলামে কোনো দল পাননি। তাদের মধ্যে থেকেই কাউকে বেছে নিতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। এখানে আলোচনার বিষয় হল এবারে কোন তিনজন অবিক্রীত বোলারদের মধ্যে একজনকে মুম্বাই ইন্ডিয়ান্স বুমরাহের প্রতিস্থাপন হিসেবে দলে নিতে পারে।

এই তিনজন খেলোয়াড়কে বুমরাহের বদলে দলে নিতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স-

৩) ধাওয়াল কুলকার্নি

Dhawal Kulkarni. (Photo Source: MANAN VATSYAYANA/AFP/GettyImages)

ধাওয়াল কুলকার্নি খুবই অভিজ্ঞ একজন বোলার। মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই তাকে দলের নেওয়ার জন্য বিবেচনা করতে পারে। এর আগেও ধাওয়াল কুলকার্নি মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলেছেন। তিনি বেশকটি মরসুমে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ছিলেন।

আইপিএল শুরু হওয়ার পর থেকে মুম্বাইয়ের দলে ছিলেন ধাওয়াল কুলকার্নি। এরপর সেখান থেকে রাজস্থান রয়্যালস দলে তিনি যোগ দেন। সেখানে ২০১৪ এবং ২০১৫ এই দুটি বছর তিনি ছিলেন। তারপর আবার তার দল পরিবর্তিত হয়। তিনি গুজরাট লায়ন্সে ২০১৬ এবং ২০১৭ এই দুটি বছর ছিলেন। তিনি এরপর আবার ফিরে আসেন রাজস্থান রয়্যালসে। তাদের হয়ে ২০১৮ এবং ২০১৯ সালে খেলার পর তিনি যে দল থেকে শুরু করেছিলেন সেখানেই ফিরে আসেন, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২০ এবং ২০২১ সেখানে কাটানোর পর ২০২২ সালে কোনো দলে তার জায়গা হয়নি। ২০২২ এবং ২০২৩ পরপর দুই বছর নিলামে অবিক্রিত থাকলেও এইবার তার কাছে আবার আইপিএল খেলার একটা সুযোগ আসলেও আসতে পারে। ধাওয়ালের আইপিএলের রেকর্ড বেশ ভালো। তিনি আইপিএলে ৯২ ম্যাচে ৮৬টি উইকেট নিয়েছেন।

Page 1 / 3
Next