৩ জন খেলোয়াড় যারা এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সে বুমরাহের জায়গা নিতে পারেন

২) বরুণ অ্যারন

Varun Aaron
Varun Aaron. (Photo Source: IPL/BCCI)

ধাওয়াল কুলকার্নি ছাড়াও এই বোলারের কাছেও সুযোগ রয়েছে পেসারের ভূমিকায় বুমরাহের জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দেওয়ার। ঝাড়খণ্ডের এই পেসারের কাছেও অভিজ্ঞতার কমতি নেই। ভারতের জাতীয় দলের জার্সি গায়েও বরুণ খেলেছেন। তার নামে ১৫৩ কিমি প্রতি ঘন্টা গতিতে বোলিং করার রেকর্ডও রয়েছে। তিনি গতবারের আইপিএল জয়ী গুজরাট টাইটান্স দলে ছিলেন। তবে তিনি খুব একটা খেলার সুযোগ সেখানে পাননি। ২টি ম্যাচ খেলে তিনি দুই উইকেট নেন।

বরুণের কাছেও সুযোগ রয়েছে ২০২৩-এর নিলামে অবিক্রিত থাকার পরেও মুম্বাই ইন্ডিয়ান্স দলে যোগ দেওয়ার। তিনি আইপিএলে পাঁচটি দলের হয়ে ইতিমধ্যেই খেলে ফেলেছেন। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার অভিজ্ঞতা রয়েছে এই বোলারের কাছে। তবে তার আইপিএলের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। এতোগুলো দলের সদস্য হওয়ার অভিজ্ঞতা থাকলেও তিনি মাত্র ৫২টি ম্যাচ খেলার সুযোগই পেয়েছেন এবং তার উইকেট সংখ্যা হল ৪৪।

Previous
Page 2 / 3
Next