আইপিএল ২০২২, ম্যাচ ৬৯: মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

টাইফয়েড সারিয়ে পৃথ্বী শ প্রথম একাদশে ফিরতে পারেন

Delhi Capitals
Delhi Capitals. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২২-এর ৬৯তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস খেলবে। দুই দলেরই গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে এটি। এমআই ইতোমধ্যেই প্লেঅফের লড়াই থেকে বেরিয়ে গেছে এবং তারা নতুন কোন খেলোয়াড়কে সুযোগ দিতে পারে। ১৩ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট তালিকার শেষ অবস্থানে রয়েছে তারা। এই খেলায় মুম্বই জিতলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করবে।

দিল্লি ক্যাপিটালস ১৩টি ম্যাচের মধ্যে ৭টি জিতেছে এবং পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। প্লে-অফে যোগ্যতা পাওয়ার জন্য এই ম্যাচটি জিততেই হবে তাদের। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ দুর্দান্ত ফর্মে রয়েছেন। অসুস্থতা কাটিয়ে পৃথ্বী শ দলে ফিরবেন বলে আশা করা যায়। 

পিচ রিপোর্ট

ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ ব্যাটারদের জন্য অনুকূল হবে বলে আশা করা হচ্ছে এবং টসজয়ী দল প্রথমে ব্যাটিং করার কথা ভাববে। মাঝের ওভারের স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। ১৮০-র কাছাকাছি স্কোর নিরাপদ হওয়া উচিত। 

সম্ভাব্য একাদশ

মুম্বই ইন্ডিয়ান্স

ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মা, ট্রিস্টান স্টাবস, টিম ডেভিড, আনমোলপ্রীত সিং, সঞ্জয় যাদব, ড্যানিয়েল স্যামস, জসপ্রিত বুমরাহ্‌, মায়াঙ্ক মারকান্ডে।

দিল্লি ক্যাপিটালস

ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেটকিপার), সরফরাজ খান, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, অনরিখ নর্কিয়া, কুলদীপ যাদব, খলিল আহমেদ।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

টিম ডেভিড – প্রথম কিছু ম্যাচ খেলে বাদ পড়ে যাওয়ার পর দলে ফিরে এসে বিস্ফোরক মেজাজে ব্যাটিং করছেন। ২০২.৬৬ স্ট্রাইক রেটে ১৫২ রান করেছেন। আগের ম্যাচে এক ওভারে চারটি ছয় মেরেছিলেন।

ডেভিড ওয়ার্নার – ১১ ম্যাচে ৫টি হাফ সেঞ্চুরিসহ ৪২৭ রান করে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে পঞ্চম স্থানে আছেন।  গড় ৫৩.৩৮ এবং স্ট্রাইক রেট ১৫১.৯৫।

অলরাউন্ডার 

ড্যানিয়েল স্যামস – পাওয়ারপ্লের ওভারগুলিতে ভালো বোলিং করছেন এবং মুম্বইয়ের এই মরসুমে তিনটি জয়ের মদ্ধ্যে দুটিতে তাঁর উল্লেখযোগ্য অবদান আছে। ১০ ম্যাচে সংগ্রহে ১২ উইকেট।

মিচেল মার্শ – তিন নম্বরে নেমে ধারাবাহিকভাবে রান পাচ্ছেন এবং কয়েক ওভার বোলিংও করছেন। ২টি হাফ সেঞ্চুরিসহ ২৫১ রান করার পাশাপাশি ৪টি উইকেটও নিয়েছেন।

বোলার

জসপ্রিত বুমরাহ্‌ – পেসারকে তাঁর চেনা মেজাজে দেখা যায়নি বেশীর ভাগ সময়ে। মাত্র ১২ উইকেট পেলেও ৭.২৫-এর শালীন ইকোনমি রেট বজায় রেখেছেন।

কুলদীপ যাদব – এই আইপিএলে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে পঞ্চম স্থানে আছেন।

উইকেটকিপার 

ঋষভ পান্ত – এখনও হাফ সেঞ্চুরি না পেলেও দ্রুত গতিতে রান করছেন। ৩০১ রান করেছেন ১৫৭.৫৯ স্ট্রাইক রেটে।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঈশান কিষাণ, মিচেল মার্শ, ঋষভ পান্ত, তিলক ভার্মা, টিম ডেভিড, অক্ষর প্যাটেল, ড্যানিয়েল স্যামস (সহ-অধিনায়ক), শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, খলিল আহমেদ।