আইপিএল ২০২২, ম্যাচ ৬৬: কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

কেকেআর আগের দুই ম্যাচ জিতে আছে, অন্যদিকে এলএসজি তাদের শেষ দুই ম্যাচ হেরেছে

Lucknow Super Giants
Lucknow Super Giants. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

আইপিএল ২০২২-এর ৬৬তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে যা উভয় দলের জন্য শেষ গ্রুপ পর্বের খেলাও হবে। কেকেআর ১৩টি ম্যাচের মধ্যে ৬টি জিতেছে এবং প্লে-অফে খেলার সুযোগ পেতে তাদের শুধু জিতলেই হবে না, অন্য দলগুলির ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। তারা তাদের শেষ ২টি ম্যাচ জিতেছে, যদিও লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আগের ম্যাচে হারের সম্মুখীন হয়েছিল। চোট পেয়ে ছিটকে যাওয়া অজিঙ্কা রাহানের পরিবর্ত হিসেবে কাকে খেলানো হয় তার দিকে নজর থাকবে। 

কেকেআরের বিরুদ্ধে এলএসজির জয়ের পর বাকি দুই ম্যাচেই হেরেছে তারা এবং প্লে-অফে যাওয়ার রাস্তা কিছুটা হলেও জটিল করে তুলেছে। আজ হারলে তাদের অন্য দলগুলির ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে। ব্যাটিংয়ে মার্কাস স্টইনিস ও আয়ুষ বাদোনির ফর্ম টিম ম্যানেজমেন্টকে উদ্বিগ্ন করবে। এভিন লিউইসকে দলে ফেরানো হতে পারে ব্যাটিং বিভাগ মজবুত করার উদ্দেশ্যে। 

পিচ রিপোর্ট

ডাঃ ডিওয়াই পাটিল স্পোর্টস অ্যাকাডেমিতে এটি হবে এই মরসুমের শেষ খেলা। পিচটি শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে ফলে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। টস জয়ী দল হয়তো বোলিং করবে।

সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্স

সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), স্যাম বিলিংস (উইকেটকিপার), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, অনুকূল রায়, উমেশ যাদব, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।

লখনউ সুপার জায়ান্টস

কুইন্টন ডি কক (উইকেটকিপার), কেএল রাহুল (অধিনায়ক), দীপক হুডা, এভিন লিউইস, মার্কাস স্টইনিস, ক্রূণাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌথাম, জেসন হোল্ডার, মহসিন খান, আভেশ খান, রবি বিষ্ণোই।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

শ্রেয়াস আইয়ার – কেকেআর অধিনায়কের এই মরসুম খুব ধারাবাহিক না কাটলেও তিনিই দলের সর্বোচ্চ রানস্কোরার। ১৩০.৪৮ স্ট্রাইক রেটে ৩৫১ রান করেছেন।

দীপক হুডা – দল আগের ম্যাচে হারলেও দীপক হাফ সেঞ্চুরি করে একটি লড়াকু ইনিংস খেলেছিলেন। ১৩৩.৫৫ স্ট্রাইক রেটে ৪০৬ রান করেছেন।

অলরাউন্ডার 

আন্দ্রে রাসেল – আগের ম্যাচে ৪৯* রানের ইনিংস খেলে এবং ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন। সামগ্রিকভাবে ৯ উইকেট নিয়েছেন ৯ ম্যাচ খেলে। ৩৩০ রান করেছেন ১৮২.৩২ স্ট্রাইক রেটে এবং বল হাতে সংগ্রহে ১৭ উইকেট।

ক্রূণাল পান্ডিয়া – মিডল অর্ডারে নেমে নিয়মিত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন ব্যাট হাতে। ১২৭.০৮ স্ট্রাইক রেটে ১৮৩ রান করেছেন এবং ৬.৬৪ ইকোনমি রেটে ৯ উইকেটও তুলেছেন।

বোলার

উমেশ যাদব – পাওয়ারপ্লে ওভারগুলিতে নিয়মিত উইকেট তুলছেন এবং এখনও অবধি ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন ৬.৯৩ ইকোনমি রেটে।

আভেশ খান – ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছেন এবং কেকেআরের বিরুদ্ধে আগের ম্যাচে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরাও হন। ১১ ম্যাচে সংগ্রহে ১৭ উইকেট।

উইকেটকিপার 

কেএল রাহুল – দুটি হাফ সেঞ্চুরিসহ ৪৬৯ রান করে লিগের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ১৩৫.৫৪ স্ট্রাইক রেটে রান করার পাশাপাশি ৩৯টি চার ও ২১টি ছয় মেরেছেন।

কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

কেএল রাহুল (অধিনায়ক), নীতীশ রানা, দীপক হুডা, শ্রেয়াস আইয়ার, ক্রূণাল পান্ডিয়া, আন্দ্রে রাসেল (সহ-অধিনায়ক), জেসন হোল্ডার, মহসিন খান, উমেশ যাদব, টিম সাউদি, আভেশ খান।