সবাইকে ভুল প্রমাণ করে এই বছর সিএসকের চ্যাম্পিয়ন হওয়া স্পেশ্যাল ছিল, বললেন ডোয়েন ব্রাভো

দলের সাফল্যের জন্য কৃতিত্ব দিলেন এমএস ধোনিকে

Dwayne Bravo
Dwayne Bravo. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ মেগা-নিলামের আগে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার ডোয়েন ব্রাভোকে চেন্নাই সুপার কিংস ধরে রাখেনি। যদিও এই বর্ষীয়ান ক্রিকেটার এখনও বছরের পর বছর ধরে দলের সাফল্যে অবদান রাখতে পেরে তাঁর গর্ববোধ করার কথা জানিয়েছেন। আইপিএল ২০২১-এ সিএসকের চ্যাম্পিয়নশিপ অর্জনে ব্রাভো বল এবং ব্যাট উভয় দিয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

উল্লেখ্য, ২০২০-র সংস্করণে সিএসকে প্রথমবারের জন্য আইপিএল প্লে-অফে উঠতে পারেনি। সেই অবস্থান থেকে ২০২১-এ ফ্র্যাঞ্চাইজির ট্রফি জেতা ক্রিকেট মহলের অনেককেই বিস্মিত করেছে। তাছাড়া তারা তাদের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন করেনি এবং তাই বিশেষজ্ঞরাাচেন্নাইকে এবারও বিশেষ গুরুত্ব দেয়নি। তবে এমএস ধোনির নেতৃত্বাধীন দল সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে চতুর্থবারের জন্য শিরোপা তুলে নেয়।   

সেই প্রসঙ্গে বলতে গিয়ে, ব্রাভো আইপিএল ২০২১-কে সিএসকের জন্য একটি ‘স্পেশ্যাল মরসুম’ বলে অভিহিত করেছেন। দলটি ২০২০ ইভেন্টে সপ্তম স্থানে শেষ করার পরে ভালো করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি।   

“এটি একটি স্পেশ্যাল মরসুম ছিল কারণ আগের মরসুমে আমরা সপ্তম হয়েছিলাম এবং আইপিএলের ইতিহাসে প্রথমবার সিএসকে (প্লে অফের জন্য) যোগ্যতা অর্জন করেনি। তাই, খেলোয়াড় হিসেবে আমরা সবাই নিজেদের এবং ভক্তদের কাছে প্রমাণ করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে আমরা গত মরসুমের চেয়ে অনেক ভালো,” ব্রাভো তেলঙ্গানা টুডেকে বলেছে।    

“তাই, গত মরসুমেও, কেউ আমাদের পাত্তা দেয়নি এবং তারা আমাদের আইপিএলে দাদুদের দল বলেছিল কিন্তু আমরা সমস্ত সন্দেহকারীদের ভুল প্রমাণ করেছি এবং আবার ইতিহাস তৈরি করেছি। চেন্নাই সুপার কিংসের উত্তরাধিকারের অংশ হতে পেরে আমি খুব খুশি। এই দল এখনও পর্যন্ত সবচেয়ে সফল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটি,” তিনি যোগ করেছেন।  

এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের সংস্কৃতি গড়ে তুলেছিলেন: ডোয়েন ব্রাভো

দলের সাফল্যের মন্ত্র সম্পর্কে বলতে গিয়ে ব্রাভো কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক এমএস ধোনিকে। “এটা কোন গোপন বিষয় নয় যে তিনি এই খেলায় সেরা খেলোয়াড়দের একজন। তিনি এককভাবে চেন্নাই সুপার কিংসের সংস্কৃতি গড়ে তুলেছিলেন। খেলোয়াড় হিসেবে আমরা সবাই খুব গর্বিত এবং খুশি যে তাঁর অধীনে এবং তাঁর নেতৃত্বের নির্দেশনায় খেলেছি। মাঠের বাইরের বিষয় নিয়ে তিনি খুব বেশি জড়িত হন না, ” ৩৮ বছর বয়সী যোগ করেছেন। 

ব্রাভোর ২০২২ ইভেন্টের নিলামে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিএসকে তাঁকে আবার কিনে নেবে বলে আশা করা হচ্ছে।