আইপিএল ২০২১ঃ দ্বিতীয় কোয়ালিফাইয়ার, দিল্লী ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

বিধ্বংসী ফর্মে কেকেআরের স্পিনাররা, দিল্লী তাকিয়ে আবেশ-অক্ষর-নর্কিয়ার দিকে

Eoin Morgan and Rishabh Pant
Eoin Morgan and Rishabh Pant. (Photo Source: IPL/BCCI)

ফাইনালে যেতে দুটি দলই আজ মরিয়া। আজ দিল্লী জিতলে পরপর দুবার ফাইনালে যাবে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহীতে আসার পর থেকে দুরন্ত ফর্ম বজায় রাখা কলকাতা নাইট রাইডার্স আজ জিতলে ২০১২ আইপিএল ফাইনালের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার পর কেকেআর ৮টিতে ৬টা জিতেছে। দিল্লী চাইবে কলকাতার ছন্দপতন ঘটাতে। শারজায় হতে চলা এই ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টারে।

ডিসি বনাম কেকেআর ম্যাচের সম্ভাব্য একাদশ 

দিল্লী ক্যাপিটালস

শিখর ধাওয়ান, পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, ঋষভ পান্থ (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমাইয়ার, অক্ষর পাটেল, টম কারান, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিখ নর্কিয়া, আবেশ খান। 

কলকাতা নাইট রাইডার্স

শুবমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল/শাকিব আল হাসান, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারায়ণ, শিবম মাভি, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী। 

ফ্যান্টাসি ক্রিকেটে এগিয়ে যাঁরা

ব্যাটার

শিখর ধাওয়ান – ‘গব্বর’ ধারাবাহিকভাবে রান পেয়েছেন এই আইপিএলে। ১৫ ম্যাচে তাঁর সংগ্রহ ৫৫১ রান ৩৯.৩৫ গড়ে। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখন তিনি তৃতীয় স্থানে। 

শুবমান গিল – বিগত দুই ম্যাচে দুটি হাফ সেঞ্চুরী করে দুরন্ত ফর্মে আছেন গিল। ইতিমধ্যেই ১৫ ম্যাচে ৩৮১ রান করে ফেলেছেন তিনি। গত ম্যাচে পাওয়ারপ্লেতে ঝোড়ো ব্যাটিং করেছিলেন। আজ কেকেআরের ভরসা তিনি। 

অলরাউন্ডার

ভেঙ্কটেশ আইয়ার – কেকেআরের প্রত্যাবর্তনের অন্যতম সৈনিক আইয়ার পাওয়ারপ্লেতে মারকুটে ব্যাটিং করে ইনিংসের ভালো শুরু দিচ্ছেন। ৮ ম্যাচে করেছেন ২৬৫ রান ৩৭.৮৫ গড়ে। বল হাতেও নিয়েছেন ৩ উইকেট।

অক্ষর পাটেল – মিডল ওভারে ইকোনমিক বোলিংয়ের পাশাপাশি মোট ১৫টি উইকেট তুলেছেন অক্ষর। তাঁর বোলিংয়ের সুবাদে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের দলে। এই আইপিএলে তাঁর ইকোনমি রেট ৬.৫২।  

বোলার 

আবেশ খান – চলতি আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আবেশ ইতিমধ্যেই ১৫ ম্যাচে নিয়েছেন ২৩টি উইকেট ১৮.৬ গড়ে। প্রায় প্রতি ম্যাচেই উইকেট পাচ্ছেন তিনি। সেরা বোলিং ১৩/৩।

বরুণ চক্রবর্তী – কেকেআরের অন্যতম ভরসা তামিল নাড়ুর রহস্য স্পিনার ১৫ ম্যাচে মাত্র ৬.৪ ইকোনমি রেটে মোট উইকেট ১৬। সেরা বোলিং ১৩/৩।

উইকেটকিপার

ঋষভ পান্থ – খুব বেশি ঝোড়ো ইনিংস না খেলতে পারলেও ধারাবাহিকতাসহ রান করে চলেছেন ক্যাপিটালসের অধিনায়ক। ১৫ ম্যাচে ইতিমধ্যেই ৪১৩ রান করে ফেলেছেন তিনি। আজ তাঁর ব্যাট থেকে বিধ্বংসী ইনিংস প্রত্যাশিত।

ডিসি বনাম কেকেআর ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

শুবমান গিল, শিখর ধাওয়ান, পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠী, ঋষভ পান্থ, অক্ষর পাটেল (সহ-অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারায়ণ (অধিনায়ক), আবেশ খান, আনরিখ নর্কিয়া,বরুণ চক্রবর্তী।