আইপিএল ২০২১, ম্যাচ ৫৫ঃ সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

বিপুল জয়ের লক্ষ্যে নামা মুম্বইয়ের ব্যাটারদের থেকে বিস্ফোরক ব্যাটিংয়ের প্রত্যাশা

MI v SRH
MI v SRH. (Photo Source: IPL/BCCI)

পরপর দুবারের চ্যাম্পিয়নরা লিগ পর্যায় থেকেই ছিটকে যাওয়ার দোরগোড়ায়। প্লে-অফের চতুর্থ স্থান দখলে আনতে মুম্বই ইন্ডিয়ান্সকে আজ ১৭১ রানের বিপুল ব্যবধানে জিততে হবে। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদের হারানোর কিছুই নেই। লিগ পর্যায় শেষ করার আগে তারা চাইবে মুম্বইয়ের যাত্রাভঙ্গ করতে। আবু ধাবিতে হতে চলা এই ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টারে।

এসআরএইচ বনাম এমআই ম্যাচের সম্ভাব্য একাদশ

সানরাইজার্স হায়দ্রাবাদ

জেসন রয়, অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), প্রিয়ম গর্গ, আব্দুল সামাদ, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, উমরান মালিক।

মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, জেমস নিশ্যাম, ন্যাথান কুল্টার-নাইল, রাহুল চাহার/জয়ন্ত যাদব, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা।

ফ্যান্টাসি ক্রিকেটে এগিয়ে যাঁরা

ব্যাটার

জেসন রয় – মারকুটে ওপেনার জেসন রয় হায়দ্রাবাদ দলে আসার পর পাওয়ারপ্লেতে তারা দ্রুত গতিতে রান তুলতে পারছে। গত ম্যাচ ৩৮ বলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। এখনো অবধি ৪ ম্যাচে ২৯ গড়ে রান করেছেন মোট ১১৬ রান। 

রোহিত শর্মা – মুম্বই অধিনায়ক ১২ ম্যাচে এখনো অবধি রান করেছেন মোট ৩৬৩। পাওয়ারপ্লেতে মুম্বইকে একটি ভালো শুরু দেওয়ার দায়িত্ব তাঁর উপর।

অলরাউন্ডার

জেসন হোল্ডার – দল ছন্দে না থাকলেও অনবদ্য ফর্মে বার্বাডসের এই পেসার। ৭ ম্যাচে তুলেছেন ১২ উইকেট। ইকোনমি রেট মাত্র ৬.৭৫। ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। করেছেন মোট ৮৪ রান। 

জেমস নিশ্যাম – বেশি সুযোগ না পেলেও অল্প সুযোগেই মাত করেছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। গত ম্যাচে নির্ধারিত ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট তুলে রাজস্থান রয়ালসের মিডল অর্ডার ভাঙ্গেন তিনি।  

বোলার

রশিদ খান – নিজের লেগ স্পিনের ভেল্কিতে এবারও ব্যাটারদের নাস্তানাবুদ করে ছাড়ছেন রশিদ। ১৩ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছেন মাত্র ৬.৪৪ ইকোনমি রেটে। ব্যাট হাতে করেছেন ৭৪ রান।

জসপ্রীত বুমরা – আইপিএলের অন্যতম ধারাবাহিক বোলার বুমরা ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন ৭.৩৯ ইকোনমি রেটে। পাওয়ারপ্লে হোক, মিডল ওভার হোক কি ডেথ ওভার, বুমরা কখনোই হতাশ করেন না।

উইকেটকিপার

ইশান কিষাণ – খারাপ ফর্মের জন্য বাদ পড়ে যাওয়ার পর গত ম্যাচে ফিরে ২৫ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলে মুম্বইয়ের নেট রান রেট উন্নত করতে অনেকটাই সাহায্য করেছেন। এই ম্যাচেও তাঁর কাছ থেকে অনুরূপ ইনিংস প্রত্যাশিত।

এসআরএইচ বনাম এমআই ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ইশান কিষাণ (অধিনায়ক), রোহিত শর্মা, জেসন রয়, সৌরভ তিওয়ারি, সূর্যকুমার যাদব, আব্দুল সামাদ, জেমস নিশ্যাম, জেসন হোল্ডার (সহ-অধিনায়ক), রশিদ খান, উমরান মালিক জসপ্রীত বুমরা।