আইপিএল ২০২১, ম্যাচ ৫২ঃ রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

ছন্দে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, ঝুলিতে ৫টি হাফ সেঞ্চুরী

Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore
Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore. (Photo Source: IPL/BCCI)

প্লে-অফ পাকা করে ফেলার পর বিরাট কোহলি বলেছিলেন তিনি এখন আরো আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান। আজ জিতলে প্রথম দুইয়ের লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে চাপে ফেলে দিতে পারবে আরসিবি। অন্যদিকে হেরেই চলেছে সর্বনিম্ন স্থানে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ। আজ জিতলে তাদের বিশেষ লাভ না হলেও দলের খেলোয়াড়দের মনোবল বাড়বে নিঃসন্দেহে। আবু ধাবিতে হতে চলা এই ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টারে।

আরসিবি বনাম এসআরএইচ সম্ভাব্য একাদশ 

রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কাল,কোনা শ্রীকর ভরত (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, দ্যান ক্রিশ্চান, শাহবাজ আহমেদ, জর্জ গার্টন, হর্ষল পাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল। 

সানরাইজার্স হায়দ্রাবাদ

জেসন রয়, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেন উইলিয়ামস (অধিনায়ক), প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, উমরান মালিক। 

ফ্যান্টাসি ক্রিকেটে এগিয়ে যাঁরা

ব্যাটার

দেবদত্ত পাড়িক্কাল – আইপিএলে পরপর দুবার ৪০০ রান করা থেকে মাত্র ৫১ রান দূরে থাকা এই ব্যাটার দুরন্ত ছন্দে আছেন।

জেসন রয় – আক্রমণাত্মক এই ব্যাটার ডেভিড ওয়ার্নারের পরিবর্তে ওপেন করতে নেমে এখনো অবধি ৩ ম্যাচে করেছেন ৭২ রান, সর্বোচ্চ ৬০।

অলরাউন্ডার

গ্লেন ম্যাক্সওয়েল – গত বছরের ব্যর্থতা ঝেড়ে ফেলে এই বছর দারুণ ছন্দে আছেন অস্ট্রেলিয় ব্যাটার। শুধু দ্রুত গতিতে রান করাই নয়, পার্ট টাইম অফ স্পিন দিয়ে গুরুত্বপূর্ণ উইকেটও তুলছেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গত ম্যাচে ৩৩ বলে ৫৭ রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন তিনি। এরই মধ্যে ৫টি হাফ সেঞ্চুরী হয়ে গেছে তাঁর।

জেসন হোল্ডার – সানরাইজার্সের এবারের অভিযান ভালো না গেলেও জেসন হোল্ডার প্রতি ম্যাচেই ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন। এখনো অবধি ৬ ম্যাচ খেলে উনি ১১টি উইকেট নেওয়ার পাশাপাশি ৬৮ রানও করেছেন।

বোলার

রশিদ খান – বরাবরের মতো এইবারও নিজের লেগ স্পিনের জাদু দেখিয়ে চলেছেন আফগান স্পিনার। ওঁর সংগ্রহে মোট ১৫ উইকেট। ব্যাট হাতেও মূল্যবান ৬৭ রান করেছেন।

যুজবেন্দ্র চাহাল – জাতীয় দল থেকে বাদ পরার পর যেন চাহালের সেরাটা বেরিয়ে এসেছে। শেষ ৫ ম্যাচে উইকেট তুলেছেন মোট ১০টি। সেরা বোলিং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১১ রান দিয়ে ৩ উইকেট।

উইকেটকিপার

কোনা শ্রীকর ভরত – প্রথম পর্বে সুযোগ না পেলেও দ্বিতীয় পর্ব থেকে নিয়মিত খেলছেন। ৩০.৬৬ গড় নিয়ে মোট রান করেছেন ৯২।

আরসিবি বনাম এসআরএইচ ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

দেবদত্ত পাড়িক্কাল (অধিনায়ক), জেসন রয়, কোনা শ্রীকর ভরত, কেন উইলিয়ামস (সহ-অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, জেসন হোল্ডার, রশিদ খান, হর্ষল পাটেল, সিদ্ধার্থ কল, যুজবেন্দ্র চাহাল।