আইপিএল ২০২১ঃ ফাইনাল, চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

ছন্দে দুটি দলই, উভয় দলের ওপেনাররাই দুরন্ত ফর্মে

MS Dhoni and Eoin Morgan
MS Dhoni and Eoin Morgan. (Photo Source: IPL/BCCI)

অবশেষে আইপিএল ফাইনালের মহারণ এসেই গেল। মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। গত বছর আইপিএলের ইতিহাসে প্রথমবারের জন্য প্লে-অফে না উঠতে পারা চেন্নাই এই বছর অনবদ্য ধারাবাহিকতা দেখিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে কলকাতার শুরুটা খারাপ হলেও সংযুক্ত আরব আমিরশাহীতে আসার পর থেকে তারা ভালো ফর্ম অব্যাহত রেখে ফাইনালে পৌঁছেছে। বিগত ৯টি ম্যাচের ৭টিতেই জিতেছে তারা। নামী ক্রিকেটারদের ভীড় দুটি দলেই সমান। ভারসাম্যের দিক থেকেও তারা একে অপরকে টক্কর দিতে প্রস্তুত। এখন দেখার কলকাতা তাদের তৃতীয় ট্রফিটি ঘরে তোলে নাকি চেন্নাই নেবে ২০১২ ফাইনাল হারের বদলা। দুবাইতে হতে চলা এই ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টারে।

সিএসকে বনাম কেকেআর ম্যাচের সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংস

রুতুরাজ গায়কোয়াড়, ফাফ ডু প্লেসি, মইন আলি, আম্বাতি রায়ুডু, রবিন উথাপ্পা, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ডোয়েন ব্রাভো, শার্দূল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজেলউড।

কলকাতা নাইট রাইডার্স 

শুবমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল/শাকিব আল হাসান, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারায়ণ, শিবম মাভি, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী।

ফ্যান্টাসি ক্রিকেটে এগিয়ে যাঁরা 

ব্যাটার

রুতুরাজ গায়কোয়াড় – এই আইপিএলে তাঁর ব্যাটিং দিয়ে ক্রিকেটমহলকে মুগ্ধ করেছেন রুতুরাজ। এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রুতুরাজ ১৫ ম্যাচে করেছেন মোট ৬০৩ রান। আজ আর ২৪ রান করে ফেললেই কে এল রাহুলকে টপকে তিনি হবেন অরেঞ্জ ক্যাপের অধিকারী।

শুবমান গিল – কেকেআরের সর্বোচ্চ রান সংগ্রাহক গিল দুরন্ত ফর্মে আছেন। ইতিমধ্যেই ২৬.৬৮ গড়ে ১৬ ম্যাচে ৪২৭ রান করে ফেলেছেন তিনি। আজ কেকেআরের ভরসা তিনি। 

অলরাউন্ডার

রবীন্দ্র জাডেজা – ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে নজর কাড়ছেন স্যর জাডেজা। বল হাতে ৬.৮৬ ইকোনমি রেটে ১১ উইকেট নেওয়ার পাশাপাশি ১৪৫.৫১ স্ট্রাইক রেটে এবং ৭৫.৬৬ গড়ে ২২৭ রান করেছেন। 

ভেঙ্কটেশ আইয়ার – কেকেআরের প্রত্যাবর্তনের অন্যতম সৈনিক আইয়ার পাওয়ারপ্লেতে মারকুটে ব্যাটিং করে ইনিংসের ভালো শুরু দিচ্ছেন। ৯ ম্যাচে করেছেন ৩২০ রান ৪০ গড়ে। বল হাতেও নিয়েছেন ৩ উইকেট।

বোলার 

শার্দূল ঠাকুর – চেন্নাইয়ের যখনই উইকেট দরকার হয়েছে শার্দূল উইকেট তুলে দলকে সাহায্য করেছেন। মোট ১৮টি উইকেট তাঁর ঝুলিতে। ডেথ ওভারে ভালো বোলিং করছেন তিনি। ভালো পারফর্ম্যান্সের পুরস্কারস্বরূপ সম্প্রতি বিশ্বকাপের দলেও ডাক পেয়েছেন। 

বরুণ চক্রবর্তী – কেকেআরের অন্যতম ভরসা তামিল নাড়ুর রহস্য স্পিনার ১৬ ম্যাচে মাত্র ৬.৪ ইকোনমি রেটে মোট উইকেট ১৮। সেরা বোলিং ১৩/৩।

উইকেটকিপার

দীনেশ কার্তিক – কেকেআরে রাসেলের অনুপস্থিতিতে ফিনিশারের দায়িত্ব মোটামুটি ভালোভাবেই সামলেছেন দীনেশ কার্তিক। স্টাম্পের পিছনে এখনো বেশ সাবলীল। এবারের আইপিএলে ১৩১.২৮ স্ট্রাইক রেটে ১৬ ম্যাচে করেছেন ২১৪ রান। 

সিএসকে বনাম কেকেআর ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

শুবমান গিল,রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ফাফ ডু প্লেসি, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাডেজা, ভেঙ্কটেশ আইয়ার (অধিনায়ক), সুনীল নারায়ণ, শার্দূল ঠাকুর,বরুণ চক্রবর্তী।