আইপিএল ২০২১ঃ ফাইনাল, চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ প্রিভিউ ও যাবতীয় বিশ্লেষণ

বিশেষজ্ঞরা মনে করছেন ১৭০-এর আশেপাশে স্কোর হতে পারে ম্যাচ উইনিং

MS Dhoni and Eoin Morgan
MS Dhoni and Eoin Morgan. (Photo Source: IPL/BCCI)

শুক্রবার শারদীয়া দশমীর দিন আইপিএল ২০২১-এও দশমীর বিসর্জনের আবহ। নানা বাধা-বিঘ্নর মধ্য দিয়ে হওয়া টুর্নামেন্ট এসে পৌঁছেছে তার শেষ লগ্নে। কিছুদিন পরেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ, তার আগে আজ আইপিএল ফাইনালের মহারণ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ২০১২ সালে ফাইনালে যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল তখন শেষ হাসি হেসেছিল বেগুনী-সোনালী জার্সিধারীরা। শুক্রবার কি তারই পুনরাবৃত্তি ঘটবে, নাকি আবার চ্যাম্পিয়ন হয়ে দেখাবেন মহেন্দ্র সিং ধোনি?

বর্তমান ফর্ম

লিগ পর্বের শেষ তিন ম্যাচে পরপর হারের ধাক্কা সামলিয়ে, প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছিল সিএকে। সবথেকে বড় কথা সেই ম্যাচে ফের একবার দেখা গিয়েছে ভিন্টেজ ধোনিকে, যাঁর শেষ ওভারে তিনটি বাউন্ডারি জয় এনে দিয়েছে চেন্নাইকে।

অন্যদিকে, কেকেআর এখন রয়েছে একেবারে অপ্রতিরোধ্য ফর্মে। ১ অক্টোবর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লিগের ম্যাচে শেষ হেরেছিল ইয়ন মর্গ্যান ব্রিগেড। তারপর থেকে প্লেঅফ পর্বের দুই ম্যাচ ধরে টানা চার ম্যাচ ধরে একটানা জয়ের রাস্তায় নাইটরা। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লী ক্যাপিটালসের মতো শক্তিশালী দলকে হারিয়েছে।

দল গঠন

সিএসকে দলের তার বোলিং বিভাগ বেশি শক্তিশালী। ব্যাটিং-এ ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এবং ফাফ ডু প্লেসি যা খেলছেন তাতে মিডল অর্ডারের রান না পাওয়াটা বিশেষ চোখে পড়ছে না। শেষ ম্যাচে অবশ্য ধোনিও ‘ফিনিশার ধোনি’তে ফিরেছেন। আর শেষের দিকে দারুণ চালাচ্ছেন রবীন্দ্র জাদেজাও। ফাইনালের মতো ম্যাচে আলাদা করে নজর কাড়তে পারেন, ‘বিগ ম্যাচ প্লেয়ার’ সুরেশ রায়না, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা এবং অধিনায়ক এমএস ধোনির দিকে।

কেকেআরের বোলিং বিভাগ, বিশেষ করে দুবাই-শারদার মতো পিচের জন্য, বরাবরই শক্তিশালী। তবে ওপেনার শুবমান গিল এবং ভেঙ্কটেশ আইয়ারন এবং রাহুল ত্রিপাঠী এবং নীতিশ রানাও দারুণ ফর্মে আছেন। যার কারণে অধিনায়ক ইয়ন মর্গানের ফর্মে না থাকা, রাসেলের দলেই না থাকার বিশেষ প্রভাব পড়েনি। তবে ফাইনালে তফাৎ গড়ে দিতে পারেন ‘বিগ ম্যাচ প্লেয়ার’ আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, সাকিব আল-হাসানরা।

চোট-আঘাত

চেন্নাই সুপার কিংস দলে  চোট-আঘাতজনিত কোনও উদ্বেগ নেই।

কেকেআর দলে অবশ্য অলরাউন্ডার আন্দ্রে রাসেলের চোট থাকলেও শোনা যাচ্ছে তিনি খেলার মতো অবস্থায় রয়েছেন।

পরিসংখ্যান

এখনও অবধি সিএসকে এবং কেকেআরের মধ্যে মোট ২৭টি ম্যাচে চেন্নাই জিতেছে ১৭ বার, নাইটরা মাত্র ৯বার। সংযুক্ত আরব আমিরশাহিতে ৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। সেখানেও সিএসকে জিতেছে ২বার, কেকেআর ১বার। তবে এর আগে একবারই আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। ২০১২ সালের সেই ফাইনালে বাজিমাত করেছিল নাইটরা।

পিচ রিপোর্ট

দুবাইয়ের পিচ টি২০ ক্রিকেটের স্বাভাবিক পিচগুলির তুলনায় সামান্য হলেও মন্থর। পার স্কোর ১৭০-এর আশেপাশে।  তবে টস জিতলে রান তাড়া করাই উচিত বলে জানিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংস

রুতুরাজ গায়কোয়াড়, ফাফ ডু প্লেসি, মইন আলি, আম্বাতি রায়ুডু, রবিন উথাপ্পা, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), ডোয়েন ব্রাভো, শার্দূল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজেলউড।

কলকাতা নাইট রাইডার্স 

শুবমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল/শাকিব আল হাসান, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারায়ণ, শিবম মাভি, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী।