একশো শতাংশ ফিট নন গ্লেন ম্যাক্সওয়েল, তাঁকে নিয়ে চিন্তা বাড়ছে আরসিবি শিবিরে

Glenn Maxwell
Glenn Maxwell. (Photo Source: IPL/BCCI)

চোট সারিয়ে ভারতের বিরুদ্ধেই অস্ট্রেলিয়ার জার্সিতে একদিনের সিরিজে ফিরেছিল ভারতীয় দল।  যদিওসেবাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি দলেন ম্যাক্সওয়েল। মাঠে মালনেও তিনি যে েখনও পর্যনন্ত পুরেোপুরি সুস্থ নন, সেই কথা কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল নিেজেই জানিেয়ে দিয়েছেন। যদিও শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে একশো শতাংশ ফিট হতে তাঁর এখনও এক মাস মতো সময় লাগবে বলে জানা যাচ্ছে। আর এটা যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না।

অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিরুদ্ধে অবশ্য খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। আর তাতেই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে চিন্তা ক্রমশ বাড়তে শুরু করেছে। যদিও বেঙ্গালুরুর হয়ে মাঠে নামবেন তিনি। কিন্তু একশো শতাংশ ফিট গ্লেন ম্যাক্সওয়েলকে না পাওয়াটা য়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। আগামী ২ অপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই এবারের আইপিএলে যাত্রা শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

গতবছরই পায়ে চোট পেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল

গতবছর পায়ে বড়সড় চোট পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর থেকেই তাঁকে আর অস্ট্রেলিয়া শিবিরে দেখা যায়নি। নতুন বছরে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ দিয়েই ফের আন্তর্জাতির ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে এই তারকা ক্রিকেটারের। যদিও ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে বড় রান করতে ব্যর্থই হয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে নামার আগেই ফের চোট হয়েছিল গ্লেন ম্যাক্সওয়েলের।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর যাত্রা শুরুর আগে গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন, “এই মুহূর্তে আমার পায়ের অবস্থা ঠিকঠাকই রয়েছে। তবে এখনও একশো শতাংশ সুস্থ হয়ে উঠতে আমার প্রায় এক মাস সময় লাগবে। যদিও এই প্রতিযোগিতায় এই মুহূর্তে আমি খেলার ব্যপারে সম্পূর্ণ আশাবাদী রয়েছি। সেইসঙ্গে নিজের কাজটাও ঠিতভাবে করতে পারব বলে মনে করছি আমি”।

আইপিএলের মঞ্চে বরাবরই ভাল পারফরম্যান্স দেখিয়ে এসেছেন গ্লেন ম্যাক্সওয়েল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও আইপিএলে তিনি ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। কিন্তু গতবার সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। এবারও তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই মাঠে নামতে চলেছেন। কিন্তু শেষপর্যন্ত গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে বড় রানেরক ঝলক দেখা যায় কিনা সেটাই এখন দেখার।