রোহিত, বিরাট এবং শুভমন গিলদের প্রথম দশ ওভার সাবধানে খেলার পরামর্শ সঞ্জয় মঞ্জরেকরের

Sanjay Manjrekar and Rohit Sharma
Sanjay Manjrekar and Rohit Sharma. (Photo Source: Twitter)

বুধবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। প্রথম ম্যাচেই নেপালের বিরুদ্ধে নেমেছে পাকিস্তান। তবে এখন থেকেই যে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে শ্রীলঙ্কায় পৌঁছে্ও গিয়েছে ভারতীয় দল। আগামী ২ সেপ্টেম্বর প্রথম ম্যাচেই ভারতী. দলের মুখোমুখি পাকিস্তান। সেখানে নামার আগেই ভারতীয়দলের টপ অর্ডারের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। প্রথম ১০ ওভারে ভারতীয় দলের টপ অর্ডারকে খানিকটা সাবদানেই খেলার পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

ওপেনিংয়ে রোহিত শর্মা এবং শুভমন গিলকেই দেখা যাবে। তিন নম্বরে যে বিরাট কোহলিকেই ভারতীয় দল খেলানোর ভাবনা করছে তা বলার অপেক্ষা রাখে না। এই তিনজন টপ অর্ডার ব্যাটাররাই যে ভারতীয় দলের সাফল্য়ের প্রধান চাবিকাঠি তাও বলার অপেক্ষা রাখে না। সেই জন্যই এশিয়া কাপে যাত্রা শুরু করার আগে বিশেষ পরামর্শ দিচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় ম়্জরেকর। তাঁর মতে ভারতীয় দলের এই তিন ব্যাটারকেই খানিকটা বেশী দায়িত্ব নিতে হবে।

২ সেপ্টেম্বর এশিয়া কাপের মঞ্চে যাত্রা শুরু করেছে ভারতীয় দল

এবারের এশিয়া কাপ টি টোয়েন্টির বদলে ওডিআই ফর্ম্যাটে হচ্ছে। সুতরাং প্রথম দিক থেকেই আক্রমণাত্মক খেলার পথে না হাঁটারই বার্তা দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে ভারতীয় দলের সাফল্যের অনেকটাই নির্ভর করছে টপ অর্ডারের পারফরম্যান্সের ওপর। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। দীর্ঘদিন রোহিত শর্মার ব্যাটে রান নেই। এই এশিয়া কাপের মঞ্চে সকলে যে তাঁর পারফরম্যান্সের দিকও তাকিয়ে রয়েছে তা বলাই বাহুল্য।

এই প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, “আমার মনে হয় এখানেই টেস্ট ক্রিকেটের খানিকটা দক্ষতা প্রয়োজন রয়েছে। গতবারেরক বিশ্বকাপেই রোহিত শর্মা পাঁচটি সেঞ্চুরী ইনিংস খেলেছি্লেন। আমার খুব ভালবাবে মনে আছে যে প্রথম দশ ওভারে তিনি কেমনভাবে বোলারদের প্রতি সম্মান প্রদর্শন করেছিলেন। বিরাট কোহলি, শুভমন গিল এবং রোহিত শর্মা এই তিন ব্যাটারের মধ্যেই টেস্টের ডিফেন্সিভ ক্রিকেট খেলার দক্ষতা রয়েছে। এখানে সেই দক্ষতাই দেখাতে হবে তাদের। যদি তারা শুরুতেই উইকেট না খোয়ায়, এটা তাদেরই খেলা”।

পাকিস্তানের বিরুদ্ধেই প্রথম ম্যাচে এবারের এশিয়া কাপে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তড়তে শুরু করেছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।