কানপুর টেস্টে ভারতীয় দলে থাকতে পারে বড় চমক, হতে পারে এক তারকা ক্রিকেটারের টেস্ট অভিষেক

Ajinkya Rahane. (Photo by SAEED KHAN/AFP via Getty Images)

বৃহস্পতিবার থেকে কানপুরে শুরু ভারত-নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বিরাট কোহলির অনুপস্থিতিতে কিউইদের বিরুদ্ধে প্রথম টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। বিরাট কোহলির পরিবর্তে দলে ঢুকে টেস্ট অভিষেক হতে পারে শ্রেয়স আইয়ারের। ওপেনে লোকেশ রাহুলের সঙ্গে থাকছেন মায়াঙ্কা আগরওয়াল। তিনে নামবেন চেতেশ্বর পূজারা। বিরাট কোহলির জায়গায় চারে নামতে পারেন শ্রেয়স আইয়ারকে। রোহিত শর্মাকে এই সিরিজে বিশ্রাম দেওয়ায়, শ্রেয়স আইয়ারের সামনে নিজেকে প্রমাণের বড় সুযোগ।

Advertisement
Advertisement

পাঁচ নম্বরে খেলবেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান সাহা নাকি শ্রীকর ভরত কাকে খেলানো হয় সেটা দেখার। দুই পেসার, তিন পেসারে দল সাজানো হতে পারে। সেক্ষেত্রে পেস আক্রমণে ইশান্ত শর্মার সঙ্গে খেলবেন মহম্মদ সিরাজ। আর স্পিন আক্রমণে অশ্বিন-জাদেজার সঙ্গে থাকবেন অক্ষর প্যাটেল।

শুবমন গিলকে সুযোগ দেওয়া হতে পারে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে মায়াঙ্ক আগরওয়ালের জায়গায় খেলানো হতে পারে শুবমন গিলকে। হনুমা বিহারিকে এই সিরিজে বাদ দেওয়া হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে হনুমাকে ফেরানো হতে পারে। টেস্টে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের অভিষেক হতে চলেছে কানপুরে। দ্রাবিড় কীভাবে দল সাজান সেটা দেখার।

টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়ল, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়ার, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা/শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ