বিশ্বকাপ ১৯৮৭-এর মঞ্চে ভারতের পারফরম্যান্সের ব্যাপারে জেনে নিন

Team India
Team India. (Photo Source: Patrick Eagar/Popperfoto via Getty Images)

১৯৮৩ সালের বিশ্বকাপের পর ১৯৮৭ সালের বিশ্বকাপেও কপিল দেবের নেতৃত্বে খেলেছিল ভারতীয় দল। এই বিশ্বকাপটি ভারত এবং পাকিস্তান যৌথভাবে আয়োজন করেছিল। ১৯৮৩ সালের বিশ্বকাপে শিরোপা জেতার পর ১৯৮৭ সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত।

এই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড একে অপরের মুখোমুখি হয়েছিল। কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচটিতে ইংল্যান্ডকে ৭ রানে পরাজিত করে প্রথমবারের জন্য বিশ্বকাপের ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া।

১. ভারত বনাম অস্ট্রেলিয়া (ম্যাচ ৩)

Team India
Team India. (Photo Source: Patrick Eagar/Popperfoto via Getty Images)

এই রুদ্ধশ্বাস ম্যাচটিতে ভারত মাত্র ১ রানে পরাজিত হয়েছিল। অস্ট্রেলিয়া প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭০ রান তুলেছিল। জিওফ মার্শ ১৪১ বলে ১১০ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। মনোজ প্রভাকর ১০ ওভারে ৪৭ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছিলেন।

ভারত রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ৪৯.৫ ওভারে ১০ উইকেটে ২৬৯ রান তুলতে সক্ষম হয়েছিল। নভজ্যোত সিধু এবং কৃষ্ণমাচারি শ্রীকান্ত যথাক্রমে ৭৯ বলে ৭৩ রান এবং ৮৩ বলে ৭০ রান করেছিলেন। ক্রেগ ম্যাকডারমট ১০ ওভারে ৫৬ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছিলেন। এই ম্যাচটিতে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন জিওফ মার্শ।

Page 1 / 7
Next