আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা শীঘ্র প্রত্যাবর্তন করবেন, আশাবাদী ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর

চলতি টেস্টে পূজারা মোট ৪৮ ও রাহানে মোট ৩৯ রান করেছেন

Cheteshwar Pujara and Ajinkya Rahane
Cheteshwar Pujara and Ajinkya Rahane. (Photo by Gareth Copley/Getty Images)

ভারতের দুই সিনিয়র ব্যাটার আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্বিষহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। দীর্ঘ দিন ধরে অফ ফর্মে থাকা এই দুই ব্যাটারের সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে রানে ফেরার সুবর্ণ সুযোগ ছিল। তবে দুই ব্যাটারই দুটি ইনিংসেই বিশেষ ছাপ ফেলতে পারেননি। 

প্রথম টেস্টে পুজারা প্রথম ও দ্বিতীয় ইনিংসে যথাক্রমে ২৬ এবং ২২ রান করেছেন এবং রাহানে উভয় ইনিংসে মাত্র ৩৫ এবং ৪ রান সংগ্রহ করেছেন। তবে এরই মধ্যে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এই অভিজ্ঞ দুই ব্যাটারকে সমর্থন জানিয়ে বলেছেন যে তিনি আশাবাদী এই দুই ব্যাটার খুব শীঘ্র প্রত্যাবর্তন করবেন। রাঠৌর মতামত দিয়েছেন যে পূজারা এবং রাহানে উভয়েই অতীতে গুরুত্বপূর্ণ রান করে অবদান রেখেছেন এবং ভবিষ্যতেও রান করবেন।  

“আমি বুঝতে পারছি রাহানে এবং পূজারা উভয়েই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে – তবে তারা অতীতে খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে – আমরা নিশ্চিত যে তারা ফিরে আসবে এবং দলের জন্য ওই জাতীয় আরও ইনিংস খেলবে,” চতুর্থ দিনের শেষে সংবাদ সম্মেলনে রাঠৌর বলেছেন।  

আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা ২০২১ সালে একটিও টেস্ট সেঞ্চুরি করেননি

অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা দুজনেই ২০২১-এ একটিও টেস্ট সেঞ্চুরি করেননি। যেখানে রাহানে এই বছর ২১ ইনিংসে ২০-র কম গড়ে মাত্র ৪১১ রান করেছেন, সেখানে পূজারা এই বছর মাত্র ৩০-র উপর গড়ে ৬৩৯ রান করেছেন ।   

এছাড়াও রাহানে ২০২১-এ টেস্টে মাত্র ২টি অর্ধশতক করেছেন, এবং পূজারা ৬টি অর্ধশতকের অধিকারী হয়েছেন। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্টের ২য় ইনিংসে কিউয়িদের সামনে জয়ের জন্য ২৮৪ রানের লক্ষ্য নির্ধারণ করেছে ভারত এবং চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ড ৪/১। জেতার জন্য এখনও ২৮০ রান করতে হবে।  

ভারতের হয়ে শ্রেয়াস আইয়ার দুই ইনিংসেই দুর্দান্ত পারফর্ম করেছেন। ডানহাতি এই ব্যাটার প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে প্রতিকূল পরিস্থিতিতে ৬৫ রান করে দলকে বিপন্মুক্ত করেছেন।