দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধারাবাহিক পারফর্ম্যান্স দেখে সিরাজকে বিশ্বকাপে নেওয়ার দাবি ফ্যানদের

তৃতীয় ওডিআইতে ৫ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সিরাজ

Mohammed Siraj
Mohammed Siraj. (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

ভারতীয় দল এখনও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আহত জসপ্রিত বুমরাহের বদলির নাম ঘোষণা করেনি। তবে মহম্মদ সিরাজ সাম্প্রতিক ম্যাচগুলিতে যে পারফর্ম্যান্স দেখিয়েছেন তাতে পরিবর্ত খেলোয়াড় হিসেবে সুযোগ পাওয়ার দাবি জোরদার করেছেন তিনি। দিল্লিতে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর বিধ্বংসী ওপেনিং স্পেলের পরে সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে অস্ট্রেলিয়ার বিমানে সিরাজেরই থাকা উচিত।

বছরের শুরু থেকে ৫০ ওভারের ফর্ম্যাটে দাপট দেখানো মহম্মদ সিরাজ এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা ওডিআই বোলার। প্রোটিয়াদের বিরুদ্ধে চলমান সিরিজে মেন ইন ব্লুর হয়ে আবারও মুগ্ধ করেছেন তিনি। রাঁচীতে দ্বিতীয় ওডিআইতে ২৮ বছর বয়সী পেসার উৎকৃষ্ট মানের ডেথ বোলিং প্রদর্শন করেছিলেন। সিরিজের শেষ ম্যাচে নতুন বল হাতে তাঁর মুনশিয়ানা দেখা গেল। 

সিরাজের দুই শিকার য়্যানেম্যান মালান এবং রিজা হেন্ড্রিক্স

ফাস্ট বোলিংয়ের জ্বলন্ত স্পেলে য়্যানেম্যান মালান ও রিজা হেন্ড্রিক্সকে আউট করে প্রথম পাওয়ারপ্লের মধ্যেই সফরকারীদের বিপাকে ফেলেন সিরাজ। উভয় ব্যাটারকে আউট করার ক্ষেত্রেই বুদ্ধিমত্তার প্রয়োগ করেন তিনি। তাঁর গতি ও অতিরিক্ত বাউন্স অস্ট্রেলিয়ান ট্র্যাকগুলিতে প্রাণঘাতী অস্ত্র হয়ে উঠতে পারে।

প্রথম পাওয়ারপ্লে শেষ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ড রান উঠেছিল ২৬, তবে তার মধ্যেই ৩ উইকেট হারিয়েছিল তারা। নতুন বলে সিরাজের কার্যকারিতা মাঝের ওভারে বোলিং করতে আসা স্পিনারদের কাজ অনেক সহজ করে দেয়। ভারতীয় পেসার প্রোটিয়া ব্যাটিং অর্ডারকে ধাক্কা দেওয়ার আগে স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ভারতের হয়ে প্রথম উইকেট তোলেন কুইন্টন ডি কককে ৬ রানে আউট করে।

টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে আরসিবি পেসারের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন অভিজ্ঞ স্পিডস্টার মহম্মদ শামি। তবে তিনি সদ্য কোভিড-১৯ সংক্রমণ থেকে সেরে উঠছেন। ফলে তাঁর ফিটনেস নিয়ে চিন্তায় থাকবে ম্যানেজমেন্ট। ভারতীয় টি-টোয়েন্টি দল ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এমসিজিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে লড়াই করার আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের নিয়োজিত করেছে টিম ইন্ডিয়া।

সিরাজের উত্তেজক ফর্ম দেখে ফ্যানদের প্রতিক্রিয়া