শুভমন গিলকে সতর্ক করলেন ইশান কিষান, অভিষেক ম্যাচেই বিরাট কোহলির কাছে বকা খেলেন যশস্বী জয়সওয়াল, সবকিছুই শোনা গেল স্টাম্প মাইক্রোফোনে
আপডেট করা - Jul 15, 2023 7:24 pm

ম্যাচ চলাকালীন স্টাম্প মাইক্রোফোনের মাধ্যমে অনেক কথাই শোনা যায়। রোহিত শর্মা অনেকসময়ই দলের খেলোয়াড়দের ভুলভ্রান্তি করতে দেখলে তাদের বকাবকি করেন। অভিষেক ম্যাচে ইশান কিষান এই ব্যাপারে তার খুব কাছের বন্ধু শুভমন গিলকে সতর্ক করে দেন। স্টাম্প মাইক্রোফোনে সেই কথা ধরা পড়েছে। এছাড়াও বিরাট কোহলির কথাও এর মাধ্যমে শোনা গিয়েছে।
শুভমন গিল এবং ইশান কিষান একে অপরের খুব ভালো বন্ধু। সোশ্যাল মিডিয়াতে তাদের কথোপকথন ভাইরাল হতেও দেখা গেছে। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্ৰথম টেস্ট ম্যাচ চলাকালীন নিজের প্রিয় বন্ধুকে রোহিত শর্মার রাগের ব্যাপারে সতর্ক করে দিয়েছিলেন ইশান কিষান। শুভমন গিল ফিল্ডিংয়ের সময় সঠিক জায়গায় ছিলেন না। অন্যদিকে, বোলার বল করার জন্য পুরোপুরিভাবে তৈরি ছিলেন। সেইসময়ই ইশান শুভমনকে বলেন, “শুভমন নিজের জায়গায় দাঁড়া। না হলে রোহিতভাই গালি দেবে।”
স্টাম্প মাইক্রোফোনে সবথেকে ভালোভাবে শোনা যায় উইকেটরক্ষকের কথা। কারণ তারাই উইকেটের সবচেয়ে কাছাকাছি থাকেন। আমরা ঋষভ পন্থের অনেক কথাই স্টাম্প মাইক্রোফোনের মাধ্যমে শুনেছি। এছাড়াও আমরা ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনেক কথাও এর মাধ্যমে শুনেছি। ইশান কিষানকে তার প্ৰথম ম্যাচে বেশ খোশমেজাজের সাথে উইকেটকিপিং করতে দেখা গেছে। তিনি বিরাট কোহলিকে ফিল্ডিংয়ের ব্যাপারে পরামর্শ দিচ্ছিলেন। সেই কথাও ধরা পড়েছে স্টাম্প মাইক্রোফোনে।
অভিষেক ম্যাচে বিরাট কোহলির কাছে বকা খেয়েছেন যশস্বী জয়সওয়াল। ব্যাটিং করার সময় কোনও কারণে রেগে গিয়েছিলেন যশস্বী। তিনি ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটারকে উদ্দেশ্যে করে একটি খারাপ কথা বলেন। তখন তার সাথে ক্রিজে ছিলেন কোহলি। যশস্বী সেই কথাটি হিন্দিতে বলেছিলেন বলে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা বুঝতে পারেননি। কিন্তু বিরাট কোহলি তার কথাটি বুঝতে পেরে তাকে বকা দিয়েছিলেন। যশস্বী ওয়েস্ট ইন্ডিজের কোনও খেলোয়াড়ের নাম উল্লেখ করেননি। তবে অনেকেরই মনে হয়েছে যে তিনি কথাটি কেমার রোচকে বলেছিলেন।
নিজের অভিষেক ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন যশস্বী জয়সওয়াল
যশস্বী জয়সওয়াল ৩৮৭ বলে ১৭১ রানের একটি দারুণ ইনিংস খেলার মাধ্যমে ভারতকে রানের পাহাড়ে পৌঁছাতে সাহায্য করেছিলেন। রোহিত শর্মাও এই ম্যাচে শতরান করেছিলেন। তিনি ২২১ বলে ১০৩ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন।
এই ম্যাচে ভারতের সবথেকে সফল বোলার ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি দুটি ইনিংস মিলিয়ে মোট ১২টি উইকেট নিয়েছিলেন।