ভারত বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় টি২০ঃ প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন ও হেড টু হেড

Team India
Team India. (Photo Source: Pankaj Nangia/Getty Images)

গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জিততে পারলেই সিরিজ পকেটে পুরবে ভারতীয় দল। মঙ্গলবার সেই লক্ষ্যেই যে টিম ইন্ডিয়া নামতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে শেষ দুটো ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটাররা। রান তাড়া করে জেতার পাশাপাশি প্রথমে ব্যাটিং করেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় তুলে নিয়েছে ভারতীয় দল। এই মুহূর্তে সিরিজে ২-০-এগিয়ে রয়েছে ভারতীয় দল। গুয়াহাটিতে ভারতীয় ক্রিকেটারদের মুখে জয়ের হাসি ফোটে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

শেষ ম্যাচেও ভারতীয় দলের ব্যাটাররা দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন। সেখা্নে ব্যাট হাতে যেমন অর্ধশতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল। তেমনই অর্ধশতরান পেয়েছিলেন রুতুরাজ গায়কোয়াড়ও। এই ম্যাচেও অর্ধশতরান পেয়েছিলেন ঈশান কিষাণ। ৫২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আর তাতেই আপ্লুত সকলে। সেইসঙ্গে সিরিজের শুরু থছেকেই ফর্মে রয়েছেন রিঙ্কু সিং। প্রথম ম্যাচের পর এই ম্যাচেও রান পেয়েছিলেন তিনি। ৯ বলে ৩১ রান করে প্রশংসা কুড়িয়ে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচেও যে এই একই পারফরম্যান্সের ধারা বজায় রাখতে চাইবে তারা তা বলার অপেক্ষা রাখে না।

প্রথম ম্যাচে রান দিলেও দ্বিতীয় ম্যাচে কিন্তু ভারতীয় বোলাররা ভাল পারফরম্যান্স করেছিল। ভারতের ২৩৫ রানের জবাবে ব্যাটিং কপতে ১৯১ রানেই শেষ হয়ে গিয়েছিল অজি বাহিনী। সেখানে তিনটি করে উইকেট তুলে নিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা ও রবি বিষ্ণোই।

পিচ কন্ডিশন

বর্ষাপাড়া স্টেডিয়ামে বরাবরই খানিকটা স্লো পিচ হয়ে থাকে। এখানে বেশীরভাগ সময়ই মিডিয়াম পেসারদের দাপট লক্ষ্য করা গিয়েছে। এই ম্যাচেও তেমনটা হওয়ার সম্ভাবনাই বেশী। তবে ব্যাটাররাও যে এখানে খুব একটা অসুবিধা পড়েন তেমনটা নয়। শোনাযাচ্ছে ভাল রানই আসতে পারে ব্যাটারদের ব্যাট থেকে। এই পিচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্তই নিতে পারেন অধিনায়ক।

ভারত বনাম অস্ট্রেলিয়া সম্ভাব্য একাদশ

ভারতঃ রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জসওাল, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রিঙ্কু সিং, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা

অস্ট্রেলিয়াঃ ম্যাথু শট, স্টিভ স্মিথ, জশ ইঙ্গলিস, অ্যারণ হার্জি, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, সিন অ্যাবট, ন্যাথান এলিস, জেসন বেহেনডর্ফ, তনবীর সঙ্ঘা

ভারত বনাম অস্ট্রেলিয়া হেড টু হেড

ম্যাচ – ২৮

ভারত – ১৭

অস্ট্রেলিয়া – ১০

ড্র – ০

ফলাফল হয়নি – ১

সম্প্রচার বিবরণী

সময় – ভারতীয় সময় সন্ধে ৭টা

টিভি সম্প্রচার – স্পোর্টস ১৮

লাইভ সম্প্রচার – জিও সিনেমা