ভারত বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় ওডিআই: প্রিভিউ, সম্ভাব্য একাদশ, পিচ কন্ডিশন, হেড টু হেড এবং সম্প্রচার বিবরণী

India vs Australia
India vs Australia. (Photo Source: Pankaj Nangia/Getty Images)

২রা জানুয়ারি, মঙ্গলবার, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত এবং অ্যালিসা হিলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া একে অপরের মুখোমুখি হবে।

অস্ট্রেলিয়া এই সিরিজটি ইতিমধ্যেই জিতে গেছে। তারা সিরিজটিতে এখন ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ওডিআই ম্যাচটিতে ভারত মাত্র ৩ রানে হেরেছিল। এই ম্যাচটিতে অস্ট্রেলিয়া প্ৰথমে ব্যাটিং করেছিল এবং স্কোরবোর্ডে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৮ রান তুলতে সক্ষম হয়েছিল। ফোবি লিচফিল্ড ৬টি চার সহ ৯৮ বলে ৬৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এলিস পেরি ৪৭ বলে ৫০ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। তার ইনিংসে ছিল ৫টি চার এবং ১টি ছয়। তাহলিয়া ম্যাকগ্রা এবং অ্যানাবেল সাদারল্যান্ড যথাক্রমে ৩২ বলে ২৪ রান এবং ২৯ বলে ২৩ রান করেছিলেন। অন্যদিকে, জর্জিয়া ওয়্যারহাম এবং আলানা কিং যথাক্রমে ২০ বলে ২২ রান এবং ১৭ বলে অপরাজিত ২৮ রান করতে সক্ষম হয়েছিলেন। দীপ্তি শর্মা খুব ভালো বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। তিনি ১০ ওভারে মাত্র ৩৮ রানের বিনিময়ে ৫টি উইকেট পেয়েছিলেন।

রান তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৫ রান তুলেছিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল। রিচা ঘোষ ১৩টি চার সহ ১১৭ বলে ৯৬ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন। জেমিমাহ রদ্রিগেস এবং স্মৃতি মান্ধানা যথাক্রমে ৫৫ বলে ৪৪ রান এবং ৩৮ বলে ৩৪ রান করেছিলেন। অ্যানাবেল সাদারল্যান্ড ৯ ওভারে ৪৭ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেছিলেন। শেষ ওডিআই ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

পিচ কন্ডিশন

ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে ব্যাটাররা সর্বদাই বোলারদের থেকে বেশি সুবিধা পান। এই মাঠের বাউন্ডারি বেশ ছোট। তাই স্কোরবোর্ডে বড় রান তোলা খুব একটা কঠিন কাজ নয়। স্পিনাররা এই পিচ থেকে সামান্য সুবিধা পাবেন। টসজয়ী অধিনায়ক প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন।

সম্ভাব্য একাদশ

ভারত

শেফালি বর্মা, ইয়াস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ (উইকেটরক্ষক), হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমাহ রড্রিগেস, দীপ্তি শর্মা, আমানজোত কৌর, পূজা বস্ত্রকার, স্নেহ রানা, রেনুকা সিং, সাইকা ইশাক।

অস্ট্রেলিয়া

ফোবি লিচফিল্ড, অ্যালিসা হিলি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলানা কিং, জর্জিয়া ওয়্যারহাম, মেগান শুট, ডার্সি ব্রাউন।

ভারত বনাম অস্ট্রেলিয়া: ওডিআইতে হেড টু হেড

ম্যাচ – ৫২ | ভারত – ১০ | অস্ট্রেলিয়া – ৪২

সম্প্রচার বিবরণী

ম্যাচ – ভারত বনাম অস্ট্রেলিয়া

সময় – দুপুর ১:৩০ (ভারতীয় সময়)

টেলিভিশন সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইট