জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে ৫ ঘন্টা অনুশীলনের সূচী ভারতীয় দলের

Virat Kohli
Virat Kohli. ( Image Source: Twitter)

বাংলাদেশকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ছাড়পত্র কার্যত পেয়ে গিয়েছে ভারতীয় দল। তবুও পুরোপুরি নিশ্চিত হতে পারছে না সকলে। রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। ধারেভারে ভারতীয় দল এগিয়ে থাকলেও, জিম্বাবোয়েকে একেবারেই হাল্কাভাবে নিতে নারাজ ভারতীয় দল। সেজন্যই তো জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার অনুশীলনের সম. বাড়িয়ে দেওয়া হল ভারতীয় ক্রিকেটারদের। বিরাট কোহলির প্রস্তুতির সম.ের অনুকরণেই এবার তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতির সময়।

জিম্বাবোয়ের বিরুদ্ধে দিততে পারলেই গ্রুপের শীর্ষে থেকে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেযাবে টিম ইন্ডিয়া। যদিও এই মুহূর্তে সেমিফাইনালের অনেকটাই কাছে রয়েছে ভারতীয় দল। মেলবোর্নে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছে জিম্বাবোয়ে। তাদের হারানোর আর কিছুই নেই। এই পরিস্থিতিতে এমন দলগুলোই যে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা বলার অপেক্ষা রাখে না। সেজন্যই ২ ঘন্টার পরিবর্তে ম্যাচের আগের দিন পাঁচ ঘন্টা অনুশীলন করতে হবে ভারতীয় দলেরক ক্রিকেটারদের।

ছয় পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপের দুই নম্বরে রয়েছে ভারতীয় দল

জিম্বাবোয়ে শিবিরেও রয়েছে বেশকিছু বড় নাম। সেভাবেই নিজেদের প্রস্তুত করছে ভারতীয় দল। আর বিরাট কোহলি ডেলেই এবার প্রস্তুত হয়েছে  ভারতীয় দলের সূচীও। অনুশীলন থাকুক কিংবা বিশ্রাম দেওয়া হোক। বিরাট কোহলি প্রকতিদিনই চার থেকে পাঁচ ঘন্টা নিজেরে প্রস্তুতিতে ব্যস্ত রাখেন। এবার সেই সূচীই যেন মেনে চলতে হবে ভারতীয় দলের বাকি ক্রিকেটারদেরও আগামী শনিবার মেলবোর্নে শেষ প্রস্তুতিতে নামতে চলেছে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।

শুখ্রবার ভারতীয় ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছিল। শনিবার চূড়ান্ত প্রস্তুতিতে নামতে চলেছে ভারতীয় দলের ক্রিকেটাররা। সাধারণত ম্যাচের আগের দিন মাত্র দুঘন্টাই প্রস্তুতির সূচী রাখা হয় ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে। কিন্তু শনিবার মেলবোর্নে পাঁচ ঘন্টা চলে ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতি। শনিবার দুভাগে ভারতীয় দলের প্রস্তুতির সূচী ভাগ করা হয়েছে। ভারতীয় সময় সকাল ৮.৩০ থেকে ১১.৩০ পর্যন্ত চলবে ভারতীয় দলের অনুশীলনের প্রথম সেশন। এরপর ফের ভারতীয় সময় দুপুর ১২.৩০ থেকে ২.৩০ পর্যন্ত চলবে শেষ মুহূর্তের প্রস্তুতি।

শোনাযাচ্ছে জিম্বাবোয়ের বিরুদ্ধেও দলের প্রথম একাদশে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। শুধু দীনেশ কার্তিক এবং ঋষভ পন্থকে নিয়েই খানিকটা জল্পনা চলছে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে বড় রান পেতে ব্যর্থ হয়েছেন দীনেশ কার্তিক।  গত ম্যাচেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। সেই জায়গায় ঋষভ পন্থকে দেখা গেলেও যেতে পারে। যদিও শনিবারের প্রস্তুতির পরই চূড়ান্ত সিদ্ধান্ত।