ভারতীয় দল বিশ্বকাপ জয়ের লক্ষ্যে প্রস্তুত, মনে করছেন কপিল দেব
আপডেট করা - Sep 18, 2023 7:33 pm
সদ্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ উইকেটে জিতে এসিয়া কাপের মঞ্চে রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া।সর্বোচ্চবার এশিয়া কাপ জিতেছে ভারতীয় দল। রোহিত শর্মাদের পারফরম্যানম্স দেখার পর থেকেই তাদের নিয়ে প্রশংসার সুর শোনাযাচ্ছে প্রাক্তন তেকে বিশ্ষজ্ঞদের মুখে। ভারতীয় দলের পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবও। যেভাবে ভারতীয় দল এবারের এশিয়া কাপের মঞ্চে পারফরম্যান্স দেখিয়েছেন, তাদেখার পর কপিল দেব অত্যন্ত আশাবাদী এই টিম ইন্ডিয়াকে নিয়ে।
প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপি দেবের মতে এই ভারতীয় দল বিশ্বকাপের মঞ্চে খেলা এবং বিশ্বকাপ জয়ের জন্য একেবারে প্রস্তুত রয়েছে। যদিও এখনই ভারতীয় দল বিশ্বকাপ জয়ের লক্ষ্যে অন্যতম প্রধান দাবীদার কিনা সেটা কপিল দেব বলতে পারছেন না। কিন্তু এই ভারতীয় দলের পারফরম্যান্স যে তাঁকে আপ্লুত করছে তা বলতে কোনও দ্বিধা নেই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের। আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বিশ্বকাপের মঞ্চে যাত্রা শুরু করতে চলেছে টিমম ইন্ডিয়া।
শ্রীলঙ্কাকে হারিয়ে সর্বোচ্চবার এশিয়া কাপ জয়ের রেকর্ড গড়েছে ভারতীয় দল
এশিয়া কাপের মঞ্চেই দীর্ঘদিন পর ফর্মে ফিরেছেন রোহিত শর্মা। সেইসঙ্গে গড়েছেন পরপর তিন ম্যাচে অর্ধশতরান করার রেকর্ড। তেমনই দেশের জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন কুলদীপ যাদব। এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্স করে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। সেইসঙ্গে ফাইনালের মঞ্চে মহম্মদ সিরাজের পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছেন। মহম্মদ সিরাজ যে বিশ্বকাপের ম়্চেও ভারতীয় দলের প্রদান শক্তি হয়ে উঠতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় দলের এমন পারফরম্যান্স দেখে খুশি হয়েছেন কপিল দেবও। ভারতীয় দল এখন প্রস্তুত বলেই মনে করছেন তিনি।
কপি দেব জানিয়েছেন, “এই মুহূর্তে ভারতীয় দল যে জায়গায় রয়েছে সেখানে বলা যেতেই পারে যে এই ভারতীয় দল বিশ্বকাপের মঞ্চে খেলা এবং সেই চ্যাম্পিয়নশিপ জেতার জন্য একেবারে প্রস্তুত রয়েছে। সেই প্যাশন নিয়েই ক্রিকেটারদের খেলতে হবে বিশ্বকাপের মঞ্চে। সেইসঙ্গে নিজেদের পারফরম্যান্স উপভোগও করতে হবে তাদের”।
বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে ভারতীয় দল। সেখানেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। বিশ্বকাপের আগে এই সিরিজ যে ভারতীয় দলের কাছে অন্যতম প্রধান পরীক্ষা তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষা।