মিরাকেল! একই ব্যবধানে জয় পেল ভারত-শ্রীলঙ্কা-পাকিস্তান

T20 World Cup Trophy. (Getty Images)

এ যেন এক গল্প কথা! তবে একথা সত্যিই। একই দিনে একই ব্যবধানে জিতল ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান। কি একটু বুঝতে অসুবিধে হচ্ছে? তাহলে একটু খুলে বলা যাক। সোমবার ভারত সঙ্গে ইংল্যান্ড এবং পাকিস্তানের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ ছিল। এই দুটি ম্যাচেই ভারত এবং পাকিস্তান প্রতিপক্ষকে হারায় উইকেটে।

Advertisement
Advertisement

প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৮৮ রান করেছিল। ১৮৯ রান তাড়া করতে নেমে ভারত ৬ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে যায়। ঋষভ পন্ত ছক্কা হাঁকিয়ে ভারতের ইনিংস শেষ করে। ১৯ ওভারে ৩ উইকেটে ১৯২ রান করে ভারত। পাকিস্তান আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ফাকহার জামান ছয় মেরে ইনিংস শেষ করেন।

শ্রীলঙ্কা আবার প্রথম রাউন্ডের ম্যাচে গ্রুপ স্টেজে মুখোমুখি হয়েছিল নামিবিয়ার। সেই ম্যাচে ৯৬ রানে অল আউট হয়ে যায় নামিবিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৩.২ ওভারেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। ভানুকা রাজাপক্ষও ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান।

বিশ্ব ক্রিকেটে এই ধরনের ঘটনা বিরল বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। তবে সব অপেক্ষা ২৪ অক্টোবর। ওই দিন টি ২০ বিশ্বকাপে মেগা ম্যাচ ভারত বনাম পাকিস্তান। যা নিয়ে ইতিমধ্যেই বাকযুদ্ধ শুরু হয়ে গেছে।

অন্যদিকে ওপেনিং কম্বিনেশন নিয়ে বিরাট বলেন, ‘আইপিএলের আগে পরিস্থিতি ভিন্ন ছিল। বর্তমানে রাহুল ব্যতীত ওপেনিং পজিশনে অন্য কারুর দিকে তাকানোটা প্রায় অসম্ভব। রোহিতের বিষয়ে আলাদা করে কিছুই বলার নেই। বিশ্বমানের ক্রিকেটার ও এবং টপ অর্ডারে দারুণ পারফর্ম করে আসছে। আমি তিন নম্বরে ব্যাট করব। এখন আপাতত আমি এইটুকুই জানাতে পারব।’ ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪ বলে ৫১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে রাহুল কিন্তু প্রমাণ করে দেন, তাঁর ওপেনিং করা নিয়ে সত্যিই কোন প্রশ্ন থাকতে পারে না।