অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ২-০ ব্যবধানে জয় পাওয়া উচিত্, মত রবি শাস্ত্রীর

Ravi Shastri
Ravi Shastri. (Photo Source: Getty Images)

হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। এরপরই অস্ট্রেলি.য়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে টিম ইন্ডিয়া। আগামী ৯ ফেব্রুয়ারী শুরুু হতে চলেছে বহু চর্চিত বর্ডার গাভাসকর ট্রফি। সেই সিরিজ শুরু হওয়ার আগেই এই সিরিজ নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী করলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে অস্ট্রেলি.ার বিরুদ্ধে ঘরের মাঠে ভারতীয় দলের এই সিরিজ ২-০ ব্যবধানে জেতা উচিত্। ভারতীয় দলের পারফরম্যান্স দেখেই এমন মন্তব্য করেছেন প্রাক্তন ভারতী. কোচ রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রীর তত্ত্বাবধানেই বিদেশের মাটিতে বিরাট সাফল্য় পেয়েছিল ভারতীয় দল। ২০২০-২১ মরসুমে এই রবি শাস্ত্রীর কোচিংয়েই অস্ট্রেলি.ার ঘরের মাঠে প্রথমবার টেস্চ সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। দীর্গদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিহাস তৈরি করেছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের বিরুদ্দেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল।  ওভালে পঞ্চাশ বছর পর প্রথম টেস্ট ম্যাচ জিতেছল টিম ইন্ডিয়া। সেই রবি শাস্ত্রীর মুখেি এবার ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের ফলাফল নিয়ে বিরাট বার্তা।

রবি শাস্ত্রীর কোচিংয়েই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল ভারত

২০০২০০৫ মরসুমের পর থেকে ঘরের মাঠে এখনও প্রন্ত ভারতীয় দজল অস্ট্রেলিয়ার কাছে কোনও টেস্চ সিরিজ হারেনি। সেই পরিসংখ্যান যে টিম ইন্ডিয়াকে একটা আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। একইসহ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নসিপের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যও রয়েছে ভারতীয় দলের সামনে। েই সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র পাবে ভারতীয় দল। সেই প্রস্তুতিতেই এখন মগ্ন রয়েছেন রোহিত শর্মা থেক বিরাট কোহলিরা।

এই প্রসঙ্গে স্টার স্পোর্টসের এরটি অনুষ্ঠানে রবি শাস্ত্রী জানিয়েছেন, “এই সিরিজের ফলাফল সম্বন্ধে ।তটা বলা যায় তা হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের এঅই সিরিজ অন্তত ২-০ মার্জিনে জেতা উচিত্। ঘরের ামঠে সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। সেই পরিস্থিতি অনুযায়ী বোলাররাও রয়েছে তোমার হাতে।  সেইরকম ভাবেই ব্যাটাররাও রয়েছেন। আমার মনে হয় প্রথম টেস্চট ম্যাচ থেকেই প্রকতিপক্ষের ওপর চাপ তৈরি করার মতো পরিস্তিতি থাকবে ভারতীয় দলের সামনে”।

রবি শাস্ত্রীর পর এখন ভারতীয় দলের কোচের ভূমিকায় রাহুল দ্রাবিড়। ভিভিএস লক্,্মণ এবং রাহুল দ্রাবিড়ের সেই পার্টনারশিপই একসময় স্টিভ ওয়-র বিজয় রথ থামিয়ে দিয়েছিল। ইতিমধ্যে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পি.নসিপের ফাইনালে জায়গা করে নিয়েছে। এবার ভারতের সামনে সেই জায়গায় পৌঁছনোর লক্ষ্য রয়েছে। সেখানেই শেষপর্যন্ত ভারতী.য় দল সাফল্য পায় কিনা ,সেটাই দেখার।