দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিলেন ধওয়ান, চাহালরা

India Team
India Team(Photo Source: Instagram)

কেপটাউনে প্রোটিয়াদের বিরুদ্ধে কঠিন পরীক্ষা চলছে। সদ্য একদিন পেরিয়েছে। তারমাঝেই এবার একদিনের ক্রিকেটের প্রস্তুতি শুরু। বুধবারই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিলেন ভারতীয় একদিনের দলের সদস্যরা। মিশন দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা শুরু শিখর ধওয়ান, যুযবেন্দ্র চাহালদের। দীর্ঘদিন পর ফের ভারতীয় দলের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন গব্বর। আগামী ১৯ জানুয়ারি প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে টিম ইন্ডিয়া।

গত বছরের ডিসেম্বেরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের দলের ঘোষণা করেছেন নির্বাচকরা। দীর্ঘদিন পর ফের ভারতীয় দলে ফিরেছেন শিখর ধওয়ান ও যুযবেন্দ্র চাহাল। প্রায় ৬মাস পর ভারতীয় দলে ফিরেছেন গব্বর। শেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর। ভারতের বিশ্বকাপ বিপর্যয়ের পর থেকেই যা নিয়ে কথাবার্তা শুরু হয়েছিল।

অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজেই দলে ফেরানো হয় ধওয়ানকে। ভারতীয় দলে নিজের জায়গা ফিরে পেতে প্রস্তুত ধওয়ানও। দীর্ঘদিন পর ডাক পেয়েছেন তিনি, প্রোটিয়াদের বিরুদ্ধে একশো শতাংস দেওয়াই এখন প্রধান লক্ষ্য ভারতীয় ক্রিকেটের গব্বরের। ভারতের মাটিতেই সেইরকম প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি।

এনসিএতে ফিটনেস ট্রেনিং চলার সময়ই নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিয়েছিলেন শিখর ধওয়ান। ভারতীয় বোলারদের বিরুদ্ধে নিজের ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন তিনি। কোথায় কোথায় ভুল ত্রুটি রয়েছে সেসবও ভালভাবে দেখে নিতে চেয়েছিলেন এখান থেকেই। একইরকমভাবে এই সিরিজ আরও এক ভারতীয় ক্রিকেটারের কাছে প্রত্যাবর্তনের মঞ্চ। ৬ মাস পর ভারতীয় একদিনের দলে ফিরেছেন যুযবেন্দ্র চাহালও। ভারতের হয়ে শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচে খেলেছিলেন তিনিও।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ফের নিজেকে প্রমান করার সুযোগ মিলেছে তাঁর। গত বছরই রোহিত শর্মার নেতৃত্বে একদিনের দল ঘোষণা করেছিল বোর্ড। কিন্তু চোটের জন্য টেস্টের সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন রোহিত। তাঁর জায়গায় আসন্ন একদিনের সিরিজে ভারতীয় একদিনের দলের অধিনায়কত্ব সামলাবেন লোকেশ রাহুল।

বুধবারই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিলেন ভারতীয় একদিনের দলের সদস্যরা। তবে স্কোয়াডে থাকলেও, দলের সঙ্গে যেতে পারেননি ওয়াশিংটম সুন্দর। যাত্রা শুরুর ঠিক একদিন আগে হঠাত্ই করোনায় আক্রান্ত হন এই তরুণ ক্রিকেটার। তাঁকে ছাড়াই বাকি সাত ক্রিকেটার বুধবার রওনা দিয়েছেন। করোনা পরিস্থিতিতে সমস্তরকম বিধি-নিষেধ মেনেই চলছে্ সিরিজ। দক্ষিণ আফ্রিকায় পৌঁছনোর পর আপাতত তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ধওয়ান, চাহালদের। টেস্ট সিরিজ শেষ হওয়ার পরই দ্রাবিড়ের তত্ত্বাবধানে প্রথম একদিনের সিরিজের প্রস্তুতিতে নেমে পড়বে টিম ইন্ডিয়া।