“ভারত আমাদের মেরে দিল” – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত হারায় হতাশ শোয়েব আখতার
ভারত হেরে যাওয়ায় পাকিস্তানের সেমি-ফাইনালে যাওয়ার আশা আরও ক্ষীণ হল
আপডেট করা - Oct 31, 2022 1:12 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ রোহিত শর্মার দলকে তাদের প্রথম পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। হতাশাজনক পরাজয়ের ফলে সেমি-ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করতে ভারতকে এখন বাংলাদেশ ও জিম্বাবোয়ের বিপক্ষে তাদের বাকি দুই ম্যাচে জিততে হবে। প্রোটিয়াদের বিরুদ্ধে ভারত হারলেও এখনই টিম ইন্ডিয়ার শেষ হয়নি, তবে ভারতের হারের ফলে পাকিস্তানের শেষ চারে যাওয়ার সম্ভাবনা আরও কমেছে। মেন ইন ব্লুর পরাজয়ের পরে তাঁর হতাশা প্রকাশ করেছেন প্রাক্তন পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতার।
টুর্নামেন্টে পাকিস্তানের ভাগ্য অন্যান্য দলের ফলাফলের উপর নির্ভর করছে। তবে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের পরাজয় তাদের আশা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যদিও মেন ইন গ্রিন নেদারল্যান্ডসকে হারিয়ে টুর্নামেন্টে তাদের প্রথম জয় পেলেও ভারত ও জিম্বাবোয়ের বিপক্ষে দুটি পরাজয়ের ফলে তাদের নক-আউট পর্বে যাওয়ার আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে।
মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকা আমাদেরও মারতে প্রস্তুত: শোয়েব আখতার
প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। তাঁর নিজস্ব ঢংয়ে ভারতের হারের বিষয়ে হতাশা প্রকাশ করেছেন। প্রাথমিক দুই ম্যাচে পাকিস্তানের খারাপ পারফর্ম্যান্সের কথা মেনে নিলেও পাকিস্তানের আশা ভঙ্গ করার জন্য ভারতকে দোষারোপ করেছেন।
“ভারত নে মারওয়া দিয়া হামেঁ (ভারত আমাদের মেরে দিল)। আসলে, আমরা নিজেদেরই ক্ষতি করেছি। এটা ভারতের দোষ নয়, আমরা খুব খারাপ খেলেছি এবং আমাদের ভাগ্য অন্যদের হাতে ছেড়ে দিয়েছি। আমি আশা করেছিলাম ভারত কঠোরভাবে খেলবে। আমি চাইছিলাম যে কোনভাবে ভারত যেন জয়ী হয় এবং আমরা সুযোগ পাই। কিন্তু এখন তো মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকা আমাদেরও মারতে প্রস্তুত,” আখতার তাঁর ইউটিউব চ্যানেলে পোস্ট করা ভিডিওতে বলেছেন।
“এই পিচে খেলা সহজ নয়, এবং ভারত আমাদের খুব হতাশ করেছে। তাদের ব্যাটাররা যদি একটু বেশি ধৈর্য ধরত এবং তাড়াহুড়ো না করত, তা হলে ১৫০ রান জেতার জন্য যথেষ্ট হত। কিন্তু দক্ষিণ আফ্রিকা তাদের অভিজ্ঞ খেলোয়াড়দের খুব ভালো ব্যবহার করেছিল। মিলার দ্য কিলার তাঁর সমস্ত অভিজ্ঞতায় ভরপুর হয়ে মার্করামের সঙ্গে দুর্দান্ত ছিল। লুঙ্গি ঙ্গিডি দুর্দান্ত কাজ করেছিল; খুব বেশী গতি নয় তার, কিন্তু সে উইকেট পেল শর্ট বল এবং সিম বোলিং করে,” শেষে বলেছেন আখতার।