আগামী চার মাসে নয়বার একে অপরের মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান, ম্যাচগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন
আপডেট করা - Jul 18, 2023 2:12 pm

বহুদিন হয়ে গেছে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে কোনো সিরিজ খেলে না। একমাত্র আইসিসি টুর্নামেন্টেই আমরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পাই। ক্রিকেট বিশ্বে এমন কেউ নেই যে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পছন্দ করে না। তবে আমরা আগের তুলনায় অনেক কমই এই দুটি দলকে একে অপরের মুখোমুখি হতে দেখি। কিন্তু আগামী চারমাসে আমরা মোট নয়টি ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পেতে পারি।
অবশ্য এই নয়টি ম্যাচের প্রত্যেকটি রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এবং বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের মধ্যে হবে না। সামনেই রয়েছে এমার্জিং এশিয়া কাপ, এশিয়া কাপ, এশিয়ান গেমস এবং ওডিআই বিশ্বকাপ। এই চারটি টুর্নামেন্ট মিলিয়ে মোট নয়বার একে অপরের বিরুদ্ধে খেলতে পারে ভারত এবং পাকিস্তান।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছে এমার্জিং এশিয়া কাপ। ১৯শে জুলাই, বুধবার সেখানে গ্রুপ পর্যায়ের ম্যাচে ভারত এ এবং পাকিস্তান এ একে অপরের মুখোমুখি হবে। এই দুটি দলই যদি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারে তাহলে আমরা আবার তাদের মধ্যে একটি ম্যাচ দেখতে পাব। ২৩শে জুলাই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টটির সময়সূচি প্রকাশিত হয়নি। প্ৰথমে এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে একে অপরের বিরুদ্ধে খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল এবং বাবর আজমের নেতৃত্বাধীন দল। এরপর সুপার ফোর এবং ফাইনালেও আমরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পেতে পারি।
ওডিআই বিশ্বকাপে দুইবার মুখোমুখি হতে পারে ভারত এবং পাকিস্তান
এশিয়া কাপের পরে এশিয়ান গেমসে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হতে পারে। এর সময়সূচিও প্রকাশিত হয়নি। এশিয়ান গেমসে রুতুরাজ গায়কওয়াড়ের নেতৃত্বে খেলবে ভারতীয় দল। এখানে গ্রুপ পর্যায় এবং নক আউট পর্যায়ে ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে।
৫ই অক্টোবর থেকে ওডিআই বিশ্বকাপ শুরু হবে। ১৫ই অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লিগ পর্যায়ের ম্যাচে ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে। এরপর সেমিফাইনালে অথবা ফাইনালেও এই দুটি দলকে একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে। সুতরাং, এমার্জিং এশিয়া কাপ থেকে শুরু করে ওডিআই বিশ্বকাপ পর্যন্ত মোট নয়বার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। টি-২০ বিশ্বকাপ ২০২২-এ এই দুটি দল শেষবার একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ভারত ৪ উইকেটে জয় পেয়েছিল। পরবর্তী ভারত-পাকিস্তান ম্যাচগুলির ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।