ডাব্লিউটিসি ফাইনালে ভারতকে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক

মহম্মদ সিরাজকে ভারতের প্রধান অস্ত্র মনে করছেন ফিঞ্চ

Team India
Team India (Photo Source: BCCI)

২০২৩-এ আয়োজিত হতে চলা অন্যতম প্রধান আইসিসি ইভেন্ট হল অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লিউটিসি) ফাইনাল, যেটি যুক্তরাজ্যের ওভালে অনুষ্ঠিত হতে চলেছে। ভারত সম্প্রতি বর্ডার-গাভাস্কার ট্রফি ২-১ ব্যবধানে জিতেছে, যা তাদের ডাব্লিউটিসি ফাইনালে জায়গা এনে দিয়েছে এবং ভারত টানা চারবার বর্ডার-গাভাস্কার ট্রফি দখল করেছে।

নিউ জিল্যান্ড তাদের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারানোয় আহমেদাবাদে আয়োজিত চতুর্থ টেস্টের পঞ্চম দিন শেষ হওয়ার আগেই ভারত ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে। কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলের কাছে আগের সংস্করণে হেরে যাওয়ার পরে এটি হবে ভারতের টানা দ্বিতীয় ডাব্লিউটিসি ফাইনাল। ভারতীয় দল আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ বিশ্বাস করেন যে অতীতের পুনরাবৃত্তি হবে না।

হিন্দুস্তান টাইমসের সাথে কথা বলার সময়ে ফিঞ্চ বলেছেন যে ভারতের বোলিং ইউনিটে ‘সত্যিই ভালো ফাস্ট বোলার’ রয়েছে এবং মহম্মদ সিরাজকে ‘বিশ্বের শীর্ষ বোলারদের’ একজন হিসাবেও অভিহিত করেছেন। তিনি মনে করেন যে স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা উভয়েই দলে থাকুক বা না থাকুক, সিরাজ ভারতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

“আমি নিশ্চিত নই হার্দিককে নিয়ে টেস্ট ম্যাচের পরিকল্পনা কী তবে আপনি যখন শামি, উমেশ, সিরাজ ও বাকীদের দেখেন, তারা সত্যিই খুব ভালো ফাস্ট বোলার। এই মুহূর্তে বিশ্বের শীর্ষ বোলারদের মধ্যে একজন সিরাজ। সে সব বল সুইং করাতে পারে। গতবার ইংল্যান্ডে ইংল্যান্ডকে হারিয়েছিল তারা। তাই ফাইনালে ভারতের সামনে বিশাল সুযোগ রয়েছে। তারা এক বা দুই স্পিনার যাই খেলাক না কেন তাদের অনেক বেস কভার করা আছে,” ফিঞ্চ বলেছেন।

তিন স্পিনার খেলাবে না অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ

ভারতের বিরুদ্ধে আগের দুটি টেস্টে না খেলার পরে কামিন্সের প্রত্যাবর্তন আশা করছেন ফিঞ্চ। ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার একাদশের কম্বিনেশন কী হতে পারে সে সম্পর্কে কথা বলেছেন তিনি। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার আরও অনুভব জানিয়েছেন যে বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার ভারতকে পরাজিত করা উচিৎ ছিল। তিনি উল্লেখ করেছেন যে দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয় সিরিজের চেহারা পরিবর্তন করেছে।

“তারা তিন স্পিনার খেলাবে না, এটা নিশ্চিত (হাসি)। তাদের ২-১ ব্যবধানে জেতা উচিৎ ছিল। এটা দিল্লিতে মাত্র এক ঘণ্টার উন্মাদনা,” যোগ করেছেন ফিঞ্চ।