রিচার অনবদ্য ইনিংসের পরেও ফিল্ডিং ব্যর্থতা নিয়ে হতাশা যাচ্ছে না অধিনায়কের

Richa Ghosh
Richa Ghosh. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

দ্বিতীয় একদিনের ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তীরে এসে তরী ডুবেছে ভারতের নারীবাহিনীর। মাত্র তিন রানের ব্যবধানে হেরে পরপর ন-বার অ্যালিসা হিলিদের বিরুদ্ধে একদিনের সিরিজ হাতছাড়া হয়েছে ব্লু ব্রিগেডের। শনিবার হারের অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করছেন নিম্নমানের ফিল্ডিংকে। এক বা দুই নয়, মোট সাতটিরও বেশি ক্যাচ ফস্কেছেন হরমনপ্রিত কৌররা। এই বিষয়টি ম্যাচের পর স্বীকারও করে নিয়েছেন হরমোনপ্রীতদেড় কোচ অমল মজুমদার।

খারাপ ফিল্ডিং সম্পর্কে নিজের অভিমত প্রকাশ করে তিনি জানান, ‘জানি নিম্নমানের ফিল্ডিং হয়েছে। আমরা সেই জায়গা থেকে নিজেদের উন্নত করার চেষ্টা করছি।’ তিনি এই প্রসঙ্গে আরো যোগ করে বলেন, ‘ গোটা ম্যাচটিতে অনেকগুলো ক্যাচ আমাদের দল ফসকেছে। কোন কোন ম্যাচে এরকম খারাপ পরিস্থিতি হতেই পারে। তবে ফিল্ডিং নিয়ে আমরা নিরন্তর কঠিন পরিশ্রম করে চলেছি। এই সিরিজের পরে সময় পেলে আমাদের আরো বেশি সময় ফিল্ডিং ও ফিটনেসের পিছনে ব্যয় করতে হবে।’

কার্যত একার হাতে ভারতকে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন বঙ্গ সন্তান রিচা ঘোষ।

তিনি ৯৬ রানের একটি অনবদ্য ইনিংস তৈরি করেছিলেন। তিনি ফিরে না গেলে হয়ত ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। তবে এহেন পারফরমেন্সের পরে স্বাভাবিকভাবেই দলে দায়িত্ব বাড়ছে রিচার। রিচাকে দলের আদর্শ তিন নম্বর স্থান হিসেবে ইতিমধ্যেই পরিকল্পনা করে নিয়েছেন কোচ অমল মজুমদার। তাঁর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘ও অসাধারণ খেলেছে। চাপের মুখে এমন দুরন্ত ইনিংস ইতিহাসের পাতায় স্থান পাবে। দলের জন্য তিন নম্বরে ও নিজেকে প্রমাণ করেছে। শতরান পেলে স্বাভাবিকভাবেই আরো আত্মবিশ্বাস বেড়ে যেত ওর।’ কিন্তু ৯৬ রানের ইনিংস 17 রানের তুলনায় খুব একটা পিছিয়ে থাকবে না বলেই মনে করছেন ভারতীয় দলের দ্রোণাচার্য। তিনি বিশ্বাস রাখছেন যে রিচা উপরের সারিতে একজন ভালো ব্যাটসম্যান হওয়ার জন্য সম্পূর্ণ উপযুক্ত ভূমিকা নেবে। ওর প্রতিভা সম্পর্কে জাতীয় দলে প্রত্যেকেই নিঃসংশয় অবস্থানে রয়েছে এমনটা বলাই যেতে পারে। তবুও দলকে ম্যাচ না জেতাতে পারার বেদনা ভুলতে পারছে না রিচা নিজেও। 

অন্যদিকে ভারতীয় অধিনায়ক হারের জন্য মাঝের ওভারগুলিতে ব্যাটসম্যানদের ম্যাচের গতিপ্রকৃতি বোঝার অভাবকেই দায়ী করছেন। হরমনপ্রীত জানান, অস্ট্রেলিয়াকে ৩০০-র মধ্যে বেঁধে রাখাটা যথেষ্ট ইতিবাচক। ম্যাচে পরাজিত হলেও দলের প্রত্যেকটি মেয়ের লড়াইতে তিনি খুশি হয়েছেন।