অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষমতা রয়েছে ভারতের, মনে করেন অঞ্জুম চোপড়া

Jemimah Rodriguez
Jemimah Rodriguez. ( Image Source: Twitter)

ইংল্যান্ডের ঘরের মাঠে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলকে হারিয়ে কমনওয়েলক গেমস ফাইনালে পৌঁছেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবারই প্রথমবার কমনওয়েলথ গেমসের মঞ্চে মহিলাদের ক্রিকেট শুরু হয়েছে। সেখানেই দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেমিফাইনালে ইংল্যান্ডকে ৪ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত। এবার হরমনপ্রীত কৌরদের সামনে অস্ট্রেলিয়া। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়াইটা অবশ্যই কঠিন। কিন্তু ভারতের সাফল্যের ব্যপারে আশাবাদী প্রাক্তন তারকা ক্রিকেটার অঞ্জুম চোপড়া।

এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসে একটাই ম্যাচ হেরেছে ভারতীয় দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এই অস্ট্রেলিয়ার কাছেই হেরেছিল তারা।  অজিদের বিরুদ্ধে সেই ম্যাচে এগিয়ে থেকেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল। অ্যাশলে গার্ডনারের শেষ মুহূর্তের দুর্ধর্ষ ইনিংসই শেষ করে দিয়েছিল ভারতের জয়ের সমস্ত আশা। সোনা জয়ের লক্ষ্যে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। যদিও এই অস্ট্রেলিয়াকে ভারতের হারানোর ক্ষমতা রয়েছে বলেই মনে করছেন অঞ্জুম চোপড়া।

কমনওয়েলথের প্রথম ম্যাচে এই অস্ট্রেলিয়ার কাছেই হেরেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল

টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াই সবচেয়ে সফল দেশ। এখনও পর্যন্ত পাঁচবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। শুধু তাই নয় শেষবার ২০২ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই অস্ট্রেলিয়ার কাছেই হেরে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ৮৫ রানের লজ্জ্বার হার হয়েছিল ভারতীয় দলের। কমনওয়েলথের মঞ্চেই যেন ভারতের সামনে সমস্ত হারের প্রতিশোধ নেওয়ার বড় সুযোগ এসেছে এবার।

এই প্রসঙ্গেই স্পোর্টকিডাকে অঞ্জুম চোপড়া জানিয়েছেন, “এবারের কমনওয়েলথ গেমসের মঞ্চে ভারতীয় দলের কোনও না সদস্য বারেবারেই এগিয়ে এসেছেন এবং ভারতকে সাফল্যের স্বাদ দিয়েছেন। যখন অস্ট্রেলিয়ার মতো সেরা দলের বিরুদ্ধে খেলতে নামছ সেই মুহূর্তে নিজেদের সেরা খেলাটাই খেলা উচিত্। আমার মনে হয় অস্ট্রেলিয়াকে হারানোর ক্ষমতা রয়েছে এই ভারতীয় দলের। যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আমি বলব ভারত অস্ট্রেলিয়াকে হারাতে পারবে। এটা ফাইনালের মঞ্চ, দুই দলই শক্তিশালী ব্রিগেড নিয়েই নামবে”।

এই মুহূর্তে ব্যাট হাতে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন ভারতীয় দলের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা। কমনওয়েলথ গেমসের মঞ্চে এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের মালিকও তিনিই। এছাড়া স্নেহ রানা, রাধা যাদবরাও বল হাতে বেশ ছন্দে রয়েছে। এবারের কমনওয়েলথ গেমসে স্পিন আক্রমণ দিয়ে প্রতিপক্ষদের বারবারই পরাস্ত করেছে ভারতীয় শিবির।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও যে সেই শক্তি তারা কাজে লাগাবে তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জয়ের সঙ্গে প্রতিশোধের বৃত্ত ভারতীয় দলের পূরণ হয় কিনা সেটাই দেখার।