ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় ওডিআই আন্তর্জাতিক, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

শ্রেয়াস আইয়ার ভারতের হয়ে অনবদ্য ফর্মে আছেন

INDI WIN
Team India. (Image Source: Twitter/BCCI)

শিখর ধাওয়ানের ভারত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অনবদ্য প্রত্যাবর্তন করেছে। রাঁচীতে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭৯ রানের লক্ষ্য তাড়া করেছে বেশ অনায়াসেই। রান তাড়ার কাজটি সহজ হয়েছিল তরুণ ভারতীয় ব্যাটার ঈশান কিষাণ, শ্রেয়াস আইয়ারের সৌজন্যে। তার আগে বল হাতে মহম্মদ সিরাজ প্রথম স্পেলে সুইং প্রদর্শন করার পরে ডেথ ওভারে এসে হার্ড লেংথে নিয়মিত বোলিং করে দক্ষিণ আফ্রিকার রানের গতি সীমিত রাখার পাশাপাশি উইকেটও তোলেন।

অধিনায়ক তেম্বা বাভুমা ও লুঙ্গি ঙ্গিডি আগের ম্যাচে খেলেননি এবং তাঁদের পরিবর্তে আসা রিজা হেন্ড্রিক্স হাফ সেঞ্চুরি করেও অনরিখ নর্কিয়া চূরান্ত ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা কেশব মহারাজকে ঈশান কিষাণের আগ্রাসনের সামনে নিষ্প্রভ দেখিয়েছে।

এদিকে, ৫০ ওভারের ফর্ম্যাটে শ্রেয়স আইয়ারের তাঁর জ্বলন্ত ফর্ম বজায় রেখেছেন এবং ২০২০-র পর ওডিআই ক্রিকেটে আরও একতি সেঞ্চুরি করেছেন। ঘরের মাঠে ঈশান কিষাণও দুর্দান্ত ইনিংস খেলেন এবং ৯৩ রান করে দলের জয়ে অবদান রাখেন। অধিনায়ক শিখর ধাওয়ান তৃতীয় ওডিআইতে রানে ফিরতে মরিয়া হবেন।

পিচ রিপোর্ট

দিল্লির পিচে স্পিনাররা সুবিধা পাবেন। তবে বাউন্ডারির দূরত্ব খুব বেশী না হওয়ায় স্পিনারদের অনেক রান দেওয়ার সম্ভাবনাও রয়েছে। টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং করার কথা ভাবতে পারেন। প্রথম ইনিংসে ব্যাটিং করা দলকে অন্তত ২৯০ রান তুলতে হবে বিপক্ষকে চ্যালেঞ্জ করার জন্য।

ভারত

আগের ম্যাচে ছটি বোলিং বিকল্প নিয়ে খেলার কম্বিনেশন কাজে দিয়েছে। এই সিরিজে ভারত তাদের বেঞ্চ শক্তি পরীক্ষা করছে বলে শেষ ম্যাচেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। পরপর দুই ম্যাচে রান না পাওয়া গিলের পরিবর্তে রজত পাটিদারকে সুযোগ দেওয়া হতে পারে। এ ছাড়া আভেশ খানের জায়গায় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে মুকেশ কুমারের।

সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), ঈশান কিষাণ, শ্রেয়াস আইয়ার, রজত পাটিদার, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার।

দক্ষিন আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার চিন্তায় থাকবে তাদের বোলিং বিভাগ নিয়ে। টানা ম্যাভ খেলে যাওয়া কাগিসো রাবাডাকে বিশ্রাম দেওয়া হতে পারে এবং আগের ম্যাচে প্রভাব না ফেলতে পারা অনরিখ নর্কিয়া বাদ যেতে পারেন। আন্দিলে ফেহলুকওয়ায়োকে দলে অন্তর্ভুক্ত করে ব্যাটিং গভীরতা বাড়ানোর পরিকল্পনা করতে পারে দক্ষিণ আফ্রিকা।

সম্ভাব্য একাদশ: য়্যানেম্যান মালান, কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, আন্দিলে ফেহলুকওয়ায়ো, কেশব মহারাজ (অধিনায়ক), ওয়েন পার্নেল, বিয়র্ন ফর্টুইন, লুঙ্গি ঙ্গিডি।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা হেড-টু-হেড

ম্যাচ – ৮৯ | ভারত – ৩৬ | দক্ষিণ আফ্রিকা – ৫০ | অমীমাংসিত – ৩

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ১১ই অক্টোবর, ভারতীয় সময় দুপুর ১:৩০

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার