ভারত বনাম অস্ট্রেলিয়া: দ্বিতীয় টেস্ট, প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং সম্প্রচার বিবরণ

ভারতের একাদশে ফিরতে পারেন শ্রেয়াস আইয়ার

Team India
Team India. (Photo Source: BCCI)

নাগপুরে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে একেবারে গুঁড়িয়ে দেওয়ার পরে টিম ইন্ডিয়া তাদের পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি করার চেষ্টা করবে এবং চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া নিশ্চিত করার লক্ষ্যে থাকবে। অন্যদিকে অস্ট্রেলিয়াকে এই মুহূর্তে অনেক কিছু নিয়ে ভাবতে হবে। আগের ম্যাচে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে একেবারেই ছন্দে দেখায়নি অজি ব্যাটারদের। সিরিজে কামব্যাক করতে হলে স্পিন সংক্রান্ত সমস্যা কাটিয়ে উঠতে হবে।

অস্ট্রেলিয়ান দল প্রত্যাবর্তনের রেসিপি জানে কারণ তারা এই কাজটি বারবার করে দেখিয়েছে। মজবুত ব্যাটিং প্রদর্শনের জন্য অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজাকে ফর্মে ফিরতে হবে। ওয়ার্নারের ক্ষেত্রে সম্ভবত এটাই হতে পারে টেস্ট ক্রিকেটে নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ। খোয়াজা সাম্প্রতিক উপমহাদেশের সফরগুলিতে পারফর্ম করলেও ভারতে বিশেষ প্রভাব ফেলতে পারেননি, তাই তাঁর উপরেও নজর থাকবে।

অস্ট্রেলিয়ার স্পিনারদের মধ্যে টড মার্ফি অভিষেকে ৭ উইকেট নিয়ে নজর কেড়েছেন, তবে অভিজ্ঞ স্পিনার ন্যাথান লায়নের কাছ থেকে প্রত্যাশা অনেক বেশী থাকবে। ভারতের জন্য চিন্তার কারণ কেএল রাহুলের ফর্ম। ওপেনারের ধারাবাহিক ব্যর্থতার ফলে একাদশে তিনি জায়গা হারাতে পারেন। চোটমুক্ত শ্রেয়াস আইয়ারের প্রত্যাবর্তনে ভারতের ব্যাটিং শক্তিশালী হবেন।

পিচ কন্ডিশন

নাগপুরের মতো দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচও স্পিনারদের সহায়তা করবে। তবে দিল্লির পিচ নাগপুরের মতো লাল মাটির না হওয়ায় পিচে ভাঙন দেরিতে আসবে। টসজয়ী দল প্রথমে বাটিং করার কথা ভাববে। প্রথম ইনিংসে বড় রান তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ম্যাচ যত এগোবে, ব্যাটিংয়ের জন্য পিচ কঠিন হয়ে উঠবে।

উভয় দলের কম্বিনেশন

ভারত

আগ্রাসী ব্যাটার সূর্যকুমার যাদব আগের ম্যাচে ফ্যাকাশে ছিলেন এবং তাঁর বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। শ্রেয়াস আইয়ার ইতিমধ্যেই খেলার দীর্ঘতম ফর্ম্যাটে তাঁর দক্ষতা প্রমাণ করেছেন এবং যেহেতু তিনি পুরোপুরি ফিট, তাই মুম্বাইতে জন্মগ্রহণকারী ক্রিকেটারকে একাদশে ফিরতে দেখা যাবে। কেএল রাহুলকে বাদ দিয়ে ওপেনিং পজিশনে রাখা হতে পারে শুবমান গিল।

সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রবীন্দ্র জাডেজা, কেএস ভরত (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি।

অস্ট্রেলিয়া

আগের ম্যাচে ট্র্যাভিস হেডের না খেলা অনেক প্রশ্ন তুলেছিল। দিল্লিতে তাঁকে মিডল অর্ডারে দেখা যেতে পারে। চোট সারিয়ে ফিরে আসতে পারেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। পেসার মিচেল স্টার্ক সুস্থ হয়ে ওঠায়, তাঁকেও একাদশে রাখতে পারে অস্ট্রেলিয়া। বাদ যেতে পারেন নাগপুর টেস্টে একটিও উইকেট না পাওয়া স্কট বোল্যান্ড।

সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), টড মার্ফি, ন্যাথান লায়ন।

ভারত বনাম অস্ট্রেলিয়া হেড-টু-হেড

ম্যাচ – ১০৩ | ভারত – ৩১ | অস্ট্রেলিয়া – ৪৩ | ড্র – ২৮ | টাই – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ১৭ ফেব্রুয়ারি, ভারতীয় সময় সকাল ৯:৩০

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার