ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতে অশ্বিনকে ধন্যবাদ জানালেন ইমরান তাহির

Imran Tahir
Imran Tahir. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারিয়ে প্রথমবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে গুয়ানা আমাজন ওয়ারিয়র্স। ইমরান তাহিরের নেতৃত্বেই এূারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নেমেছিল গুয়ানা আমাজন ওয়ারিয়র্স। সেখানেই ত্রিনবাগো নাইট রাইডার্সকে হেলায় হারিয়ে চ্যাম্পিয়নের তকমা নিজেদের গায়ে তুলেছে গুয়ানা আমাজন ওয়ারিয়র্স। সেই ম্যাচ জেতার পরই ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ধন্যবাদ জানালেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ইমরান তাহির। প্রথমবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে আপ্লু হয়েছেন ইমরান তাহির।

এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে অনেকেই ইমরান তাহিরের নেতৃত্বের দক্ষতা নিয়ে নানান প্রশ্ন তুলেছিলেন। ক্রমশই নানান সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই সকলকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। সেখানেই ত্রিনবাগো নাইট রকাইডার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুয়ানা আমাজন ওয়ারিয়র্স। সেই ম্যাচ জেতার পরই চোখের জল  গদোপন করতে পারেননি এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই ভারতীয় দলের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকেও ধন্যবাদ জানাতে দ্বিধা করেননি তিনি। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন।

ইমরান তাহিরের নেতৃকত্বে প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন গুয়ানা ওমাজন ওয়ারির্স

ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে বোলিংয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন গুয়ানা ওমাজন ওয়ারিয়র্সের তারকা বোলাররা। টস জিতে নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইমরান তাহির। সেখানেই প্রতিপক্ষ শিবিরের তারকা ব্যাটারদের মাঠে দাঁড়ানোরই সুযোগ দেননি তিনি। আমাজন ওয়ারিয়র্সের বোলারদের দাপটের সামনে কার্যত নাস্তানাবুদ হয়েছিলেন ত্রিনবাগো নাইট রাইডার্সের ব্যাটাররা। সেখানে ডোয়েন প্রিটোরিয়াস একাই তুলে নিয়েছিলেন ৪ উইকেট। অধিনায়ক ইমরান তাহিরের ঝুলিতেও এসেছিল জোড়া উইকেট। সেই পারফরম্যান্সটাই যে গুয়ানা আমাজন ওয়ারিয়র্সের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

ম্যাচ শেষে ইমরান তাহির জানিয়েছেন, অনেত ধন্যবাদ রবিচন্দ্রন অশ্বিনকে। এই প্রতিযোগিতা শুরু হওয়ারক আগেই তিনি আমায় বলেছিলেন যে আমি পারব। তিনি আমাকে বলেছিলেন যে  এবারের সিপিএল আমি জিততে পারবই। আমি যখন অধিনায়ক হয়েছিলাম সেই সময় অনেকেই আমাকে নিয়ে মজা করেছিলেন।

সেই জবাবটাই এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতে দিয়েছে গুয়ানা আমাজন ওয়ারিয়র্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে ৯ উইকেটে জয় তুলে নিয়েছে গুয়ানা আমাজন ওয়ারিয়র্স। সেখানেই ম্যাচের সেরা হয়েছেন শাই হোপ। মাত্র ৯৪ রানেই নাইট রাইড়ার্সকে শেষ করে দিয়েছিল গুয়ানা আমাজন ওয়ারিয়র্স। জয় পেতে খুব একটা অসুবিধা করতে হয়নি তাদের।