ব্যাটে-বলে অনবদ্য মুম্বাই, পরাজয়ের ধারা অব্যাহত ইউপির

UP vs MI (Source: X)

মহিলাদের টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ ক্রমাগত জমে উঠেছে। দিল্লি ক্যাপিটালসের কাছে আগের ম্যাচে ২৯ রানে পরাজিত হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার ওমেন্স প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়ার্সকে ৪২ রানে হারিয়ে দিল হরমনপ্রীতের দল। ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিজেদের ঝুলিতে পুড়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলেন ইয়াস্তিকা ভাটিয়ারা।

যদিও এদিন ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই। মাত্র ১৭ রানেই দুই উইকেটের পতনের পর কিছুটা ব্যাকফুটে চলে যায় দল। দলের অন্যতম দুই ওপেনারই চামারি আতাপাত্তুকে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন। কিন্তু তারপরেই প্রাথমিক ধাক্কা সামলে দলের হালটি ধরেন অধিনায়ক হরমনপ্রীত ও ন্যাট সিভার ব্রান্ট। তৃতীয় উইকেটে ৪৬ বলে ৫৯ রান তোলেন তাঁরা। ৮ টি বাউন্ডারীর সহযোগে ৩১ বলে ৪৫ রান স্কোরবোর্ডে যোগ করেন অস্ট্রেলিয়ার ব্রান্ট। অযথা তাড়াহুড়ো না করে একটা দিক ধরে ম্যাচে টিকে থাকার কাজটি বহাল রাখেন হরমনপ্রীত। যদিও ৩০ বলে ৩৩ রান করে পরবর্তীতে আউট হয়ে যান তিনি। ব্রান্টের উইকেটটি তুলে নেন বাঁ-হাতি অফ স্পিনার রাজেস্বরী গায়কোয়াড়। তিনি ফিরে যাওয়ার পরবর্তী সময়ে বিধ্বংসী ইনিংস খেলা শুরু করেন অ্যামিলিয়া কের। তিনি স্কোরবোর্ডে ২৩ বলে ৩৯ রান যোগ করেন। অবশ্য দুবার তার ক্যাচ ফেলেছেন ইউপির বোলাররা। অন্যদিকে একদম শেষ পর্যায়ে ব্যাটে ঝোড়ো ইনিংস আসে সজীবন সজনার ব্যাট থেকে। মুম্বাই ৪ উইকেট হাতে রেখে স্কোরবোর্ডে ১৬০ রান তুলে দিতে সক্ষম হয়।

পরবর্তীতে ইউপি ব্যাট করতে নামে। ইউপির তরফে কেউই এদিন বিশেষ দাগ কাটতে পারেনি। তবু কিছুটা একা লড়াই চালিয়ে যান দীপ্তি শর্মা। তাঁর ব্যাট থেকে ৬টি চারের পাশাপাশি দুটি ওভার বাউন্ডারিও আসে এদিন। তিনি ৩৬ বলে ৫৩ রান করে ম্যাচের শেষ অবধি অপরাজিত ছিলেন।

কিন্তু দলে তাকে যোগ্য সঙ্গত দেওয়ার মত কেউই বিশেষ ছিল না। সাইকা ঈশাক চার ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট নেন। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও নজর কারেন ব্রান্ট। তুলে নেন দুটি উইকেট। ম্যাচের সেরাও ঘোষিত হন তিনিই। পুরস্কার নিতে এসে তাঁর বক্তব্য, ‘জয়ে ফিরতে পেরে আমরা যথেষ্ট খুশি। আমরা ১৬০ রানের উপরে তুলতে চেয়েছিলাম, কারণ জানতাম এই মাঠের আউটফিল্ড খুবই দ্রুত।’ হরমনপ্রীত বলেন, ‘ প্রথমে মনে হয়েছিল ২০ রান কম করেছি। কিন্তু শেষ অবধি বোলাররা দারুণ খেলেছে। ব্রান্টের সঙ্গে আমার জুটিটাই ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত।’

এই ম্যাচ নিয়ে অনেকেই টুইটারে নিজের বক্তব্য রেখেছেন –