ফর্মে থাকলে সূর্যকুমার যাদবের বিশ্বকাপ জেতানোর দক্ষতা রয়েছে, মনে করছেন হরভজন সিং
আপডেট করা - Oct 5, 2023 1:02 pm
ঘরোয়া ক্রিকেট থেকে আইপিএলের মঞ্চ সূর্যুমার যাদবের সহ্গে এবং প্রতিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে হরভজন সিংয়ের। এবার বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন সূর্যকুমার যাদব। সেই লড়াই শুরু হওয়ার আগেই সূর্যকুমার যাদবকে নিয়ে বিরাট মন্তব্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের। তাঁর মতে এবারের বিশ্বকাপে সূর্যকুমার যাদব যদি এবারের নিজের ফর্মে থাকেন তবে শুধুমাত্র ম্যাচ নয়, বিশ্বকাপ জেতানোরও দক্ষতা রয়েছে। আর সেটা নিয়েই বিশ্বকাপ শুরু হওয়ার আগে যথেষ্ট আত্মবিশ্বাসা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।
এবারের বিশ্বকাপের স্কোয়াডে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। সেই থেকেই নানান হিসাব নিকাশ শুরু হয়েছে। বিশ্বকাপের শুরু থেকেই তাঁকে ভারতীয় দলের প্রথম একাদশে রাখা হবে কিনা। কিংবা ওডিআই ফরম্যাটের বিশ্বকাপে তিনি কেমন পারফরম্যান্স দেখাবেন তা নিয়েই চলচে নানান কথাবার্তা। এমনকী তাঁকে খেলানো হলে কোন পজিশনে খেলানো হবে তা নিয়েও হিসাব নিকাশ চলছে জোরকদমে। যদিও প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং কিন্তু এই তরুণ ক্রিকেটারকে নিয়ে যথেষ্ট আশাবাদী।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচেই অর্ধশতরান করেছিলেন সূর্যকুমার যাদব
কয়েকদিন আগেই শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ। সেখানে সুযোগ পেয়েছিলেন সূর্যকুমার যাদব। তাঁর ওডিআই ফর্ম্যাটে পারফরম্যান্স নিয়ে চলা নানান সমালোচনার জবাবটা সেই সিরিজেই দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। পরপর দুই ম্যাচেই সূর্যকুমার যাদবের ব্যাট থেকে এসেছেন অর্ধশতরানের ঝলক। এবার সেই পারফরম্যান্স তিনি ওডিআই বিশ্বকাপের মঞ্চেও ধরে রাখতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। সরাসরি না বললেও, হরভজন সিং কিন্তু তাঁকে প্রতিটি ম্যাচেই কার্যত খেলানোর পরামর্শ দিচ্ছেন। তাঁর মতে এবারের বিশ্বকাপে ভারতীয় দলের এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন সূর্যকুমার যাদব।
ইন্ডিয়া টুডে-তে হরভজন সিং জানিয়েছেন, “সূর্যকুমার যাদবের পারফরম্যান্স দেখার দিকেই তাকিয়ে রয়েছি। তিনি ভারতীয় দলের এক্স ফ্যাক্টর। তিনি যদি নিজের পারফরম্যান্স দেখাতে পারেন তবে শুধুমাত্র ম্যাচ নয়, ভারতকে বিশ্বকাপ জেতানোর দক্ষতা রয়েছে তাঁর। আমি যদি এই মুহূর্তে নির্বাচক হতাম তবে অধিনায়কের পরই দলে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে সূর্যকুমার যাদবকে দলে রাখতাম। যেকোনও সাধারণ ম্যাচে হার্দিক পান্ডিয়া এমন একজন ক্রিকেটার তিনি সব ধরণেরপ শট খেলতে পারেন। আমি যদি টিম ম্যানেজমেন্টেে থাকতাম অবস্যই সূর্যকুমার যাদবকে খেলাতাম। কেউ জানে না তাঁকে খেলানো হবে কী হবে না”।
টি টোয়েন্টি ফর্ম্যাটে এই মুহূর্তে ভারতীয় দলের সেরা ক্রিকেটার সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজেও সূর্যকুমার যাদব নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন। সেই ফর্ম এই তারকা ক্রিকেটার ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।