উইকেটকিপিং করতে পারলেই টি২০ বিশ্বকাপে ঋষভ পন্থ, বার্তা জয় শাহের

Rishabh Pant
Rishabh Pant. (Photo Source: Twitter)

আইপিএল দিয়েই প্রত্যাবর্তন হতে চলেছে ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থের। সোমবারই তাঁর মাঠে নামা নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন রিকি পন্টিং। এবার ঋষভ পন্থের বিশ্বকাপ খেলা নিয়ে বিরাট বার্তা দিলেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। ঋষভ পন্থ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে ফিরলেও, উইকেটকিপিং করতে পারবেন কিনা সেটা এখনই বোঝা সম্ভব নয়। কিন্তু বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেতে গেলে যে তাঁকে উইকেটকিপিং করতে হবে, সেই বার্তাই দিয়ে রাখলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

প্রায় দেড় বছরেরও বেশী সময় পর বাইশগজে ফিরতে চলেছেন  ঋষভ পন্থ। এবারের আইপিএল দিয়েই মাঠে প্রত্যাবর্তন করবেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্টের তরফেও  তাঁকে উইকেটকিপার হিসাবে দেখা যাবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত পরিস্কারভাবে কিছু জানানো সম্ভব হয়নি। তিনি দলে ফিরলে যে অধিনায়ক এবং ব্যাটার হিসাবে ফেরবেন সেই কথা আগেই দিল্লি টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছিল। কিন্তু উইকেটকিপিং করতে পারবেন কিনা তা নিয়েও স্পষ্টভাবে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি।

এই মরসুমের আইপিএল দিয়েই মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ

অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কিন্তু ঋষভ পন্থের উদ্দেশ্যে এই বার্তাটা কার্যত স্পষ্ট। ঋষভ পন্থ উইকেটকিপিং করলেই যে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন, তা পরিস্কার করে দিয়েছেন জয় শাহ। এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জানিয়েছেন, “তিনি ব্যাটিং ভাল করছেন। তিনি কিপিমও ভাল করছেন। তাড়তাড়িই তাঁকে আমরা ফিট ঘোষণা করে দেব। তিনি যদি আমাদের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেন সেটা সত্যিই আমাদের কাছে একটা বড় ব্যপার হবে। ঋষভ পন্থ আমাদের একটা বড় সম্পদ। তিনি যদি কিপিং করতে পারেন, তবেই বিশ্বকাপেও খেলতে পারবেন। দেখা যাক আইপিএলে তিনি কেমন করেন”।

২০২২ সালে এক গুরুতর গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। সেই ঘটনার পর থেকেই ক্রিকেটের বাইশগজে আর দেখা যায়নি ঋষভ পন্থকে। দেশের জার্সিতে যেমন খেলতে নামতে পারেননি তিনি। তেমনই ঘরের মাঠে আইপিএলের মঞ্চেও খেলতে পারেননি তিনি। এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেও ভারতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি ঋষভ পন্থ।

শোনাযাচ্ছে আইপিএলের জন্য জোরকদমে প্রস্তুতি সারছেন ঋষভ পন্থ। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংও নাকি করছেন তিনি। এখন শুধুই দিল্লি ক্যাপিটালসের জার্সি পরে তাঁর মাঠে নামার অপেক্ষা।